হবিগঞ্জে নৌকার আলোচনায় দুই নেতা, তার মাঝে হবিগঞ্জ কে হবে নৌকা মাঝি।
মোঃ সনজব আলীঃ হবিগঞ্জে নৌকার মনোনয়নে জেলা যুবলীগের সভাপতি আতাউর রহমান সেলিম ও বর্তমান মেয়র মিজানুর রহমান মিজানের আলোচনা ব্যাপকভাবে চলছে। এদিকে আওয়ামীলীগের দলীয় মনোনয়ন নিয়ে আরো অনেক প্রার্থী উপর মহলে লভিংসহ তদবীর চালিয়ে যাচ্ছেন৷
বিষয়টি নিয়ে চলছে হবিগঞ্জের রাজনৈতিক অঙ্গনে বহুমুখী আলোচনা৷ মেয়র মিজানুর রহমান মিজান ও আতাউর রহমান সেলিম দুজনেই উপর শক্তিশালীভাবে মজবুত করনে কাজ করে চলেছেন৷ পাশাপাশি দুই প্রার্থীর মাঠ পর্যায়েও কাজ করছেন অনেক সমর্থক। নির্বাচনের আনুষ্ঠানিকতা শুরু হওয়ার আগেই প্রার্থীর কর্মী ও সমর্থকেরা যাচ্ছেন ভোটারদের দ্বারে দ্বারে৷
এদিকে দলীয় মনোনয়ন খুব শিঘ্রই জানা যাবে বলে জানিয়েছেন আওয়ামীলীগের জেলা সাঃ সম্পাদক আলমগীর চৌধুরী। তিনি জানান সামনে যে মনোনয়ন বোর্ডের সভাটি অনুষ্ঠিত হবে সেটিতেই হবিগঞ্জ পৌর নির্বাচনে কে নৌকা পাবেন তা জানা যাবে। মনোনয়ন বোর্ডের সভা কবে অনুষ্ঠিত হবে এই বিষয়ে কোন তথ্য পাওয়া যায় নি।
কপিরাইট © 2017 Lokaloy24
Leave a Reply