স্টাফ রিপোর্টার ॥ আগামী ১৩ ও ২৪ ডিসেম্বর সারা দেশের মহানগর ও উপজেলা শহরে বিক্ষোভ কর্মসূচির ঘোষণা দিয়েছে বিএনপি। গতকাল শনিবার (১০ ডিসেম্বর) রাজধানীর কমলাপুরের গোলাপবাগ মাঠে ঢাকা বিভাগীয় গণসমাবেশে দলটির স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেন এই কর্মসূচি ঘোষণা করেন। এদিকে সমাবেশ ও আগামী কর্মসূচিকে ঘিরে সারাদেশের ন্যায় হবিগঞ্জের পুলিশ প্রশাসনও নিয়েছে ব্যাপক নিরাপত্তামূলক প্রস্তুতি। যে কোনো সময় অপ্রীতিকর ঘটনা এড়াতে মোড়ে মোড়ে টহল জোরদারসহ বাড়তি সতর্ক অবস্থায় রয়েছে প্রশাসন। ইতোমধ্যে পুলিশের একটি সাজোয়া যানও প্রস্তুত করে রাখা হয়েছে। গতকাল শনিবার দুপুরে সদর থানার সামনে এটিকে দেখা যায়।
Leave a Reply