হবিগঞ্জ অফিস : খালেদা জিয়ার মুক্তির দাবিতে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে হবিগঞ্জে গণঅনশন কর্মসূচি পালিত হচ্ছে। নফল রোজা রেখে জেলা বিএনপি নেতৃবৃন্দ এ কর্মসূচি পালন করছেন। পৌরসভা প্রাঙ্গণে সকাল ১০টা থেকে এ কর্মসূচি শুরু হয়। এতে বিএনপি, যুবদল, ছাত্রদলসহ সব অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা অংশ নেন। এ সময় সংক্ষিপ্ত বক্তব্যে জেলা বিএনপির সাধারণ সম্পাদক জি কে গউছ বলেন, আমরা কোন সহিংস আন্দোলনে না গিয়ে নফল রোজা রেখে শান্তিপূর্ণ গণ অনশন পালন করছি। শান্তিপূর্ণ আন্দোলনের মাধ্যমে নেত্রীকে আমরা মুক্ত করে আনবোই।
Leave a Reply