হবিগঞ্জে তিন ফামের্সীকে ৭২ হাজার টাকা জরিমানা
স্টাফ রিপোর্টারঃ হবিগঞ্জ শহরে অভিযান চালিয়ে তিন ফামের্সী ৭২ হাজার টাকা জরিমানা জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। আজ বৃহস্পতবিার দুপুরে হবিগঞ্জের সহকারী পরিচালক দেবানন্দ সিংহার নেতৃত্বে এই অভিযান পরিচালিত হয়।
অভিযানে আধুনিক সদর হাসপাতাল সড়কে অবস্থিত মা ফার্মেসীকে ৪০ হাজার , ইসলামিয়া ফামের্সীকে ৩০ হাজার, উচাইল ফামের্সীকে ২ হাজার টাকা জরিমানা করা হয়।
এ সময় হবিগঞ্জ সদর থানার একটি টিম এই অভিযানে সহায়তা করে।
হবিগঞ্জের সহকারী পরিচালক দেবানন্দ সিংহা জানান, মেয়াদর্ত্তীন ওষধ বিক্রয় এসব ফামের্সীকে জরিমানা করা হয়েছে। এসময় অবৈধভাবে বিক্রয় করার জন্য রাখা মা ফামের্সী থেকে ১০ পিচ ও ইসলামীয়া ফামের্সী ৩ পিচ থেকে পেথিডিন উদ্ধার করা হয়েছে। তিনি আরো জানান, পেথিডিন বিক্রয় করার জন্য তারা মাদ্রকদ্রব্য থেকে কোন অনুমতি নেইনি। জনর্স্বাথে এ ধরণরে অভিযান অব্যহত থাকবে বলেও তিনি জানান।
কপিরাইট © 2017 Lokaloy24
Leave a Reply