স্টাফ রিপোর্টার : ‘আইন মেনে সড়কে চলি, নিরাপদে ঘরে ফিরি’ স্লোগানে হবিগঞ্জে জাতীয় নিরাপদ সড়ক দিবস উদযাপিত হয়েছে। শনিবার (২২ অক্টোবর) সকালে এ উপলক্ষে জেলা প্রশাসকের কার্যালয় থেকে বর্ণাঢ্য র্যালি বের হয়ে জেলা শিল্পকলা একাডেমিতে গিয়ে শেষ হয়। পরে শিল্পকলা একাডেমি প্রাঙ্গণে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেব উপস্থিত ছিলেন হবিগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য এডভোকেট মো. আবু জাহির। বিশেষ অতিথি ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (অর্থ ও প্রশাসন) শৈলেন চাকমা, জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা নুরুল ইসলাম, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এডভোকেট মো. আলমগীর চৌধুরী প্রমুখ।
Leave a Reply