হবিগঞ্জে এক বছরে এইচএসসি পরীক্ষার্থী কমেছে সাড়ে চার হাজার

হবিগঞ্জে এক বছরে এইচএসসি পরীক্ষার্থী কমেছে সাড়ে চার হাজার

স্টাফ রিপোর্টার : আগামী রোববার থেকে শুরু হতে যাওয়া এইচএসসি ও সমমানের পরীক্ষায় হবিগঞ্জ জেলায় মোট পরীক্ষার্থীর সংখ্যা গত বছরের তুলনায় প্রায় সাড়ে ৪ হাজার কমেছে। জেলা প্রশাসকের কার্যালয় থেকে এ তথ্য পাওয়া গেছে। জেলা প্রশাসনের শিক্ষা শাখার তথ্য অনুযায়ী, সাধারণ শিক্ষা বোর্ড, মাদরাসা ও কারিগরি বোর্ড মিলিয়ে হবিগঞ্জে এবার মোট পরীক্ষার্থীর সংখ্যা ১৩ হাজার ৩১ জন। এ হিসেবে গতবারের চেয়ে এবার ৪ হাজার ৩৪৪ জন শিক্ষার্থী কমেছে। গতবার পরীক্ষার্থী ছিল ১৭ হাজার ৩৭৫ জন। ২০২১ সালে হবিগঞ্জের ৯টি উপজেলায় এইচএসসিতে ১৪ হাজার ৩৩, কারিগরী ২ হাজার ৪০৩ ও আলীমে পরীক্ষার্থী ছিল ৯৩৯ জন। কিন্তু এবার কমে গিয়ে পরীক্ষার্থীর সংখ্যা হয়েছে এইচএসসিতে ১১ হাজার ৮৪৯, কারিগরিতে ৪৩০ ও আলীমে ৭৫২ জন। সে হিসেবে জেলায় পরীক্ষার্থী কমেছে এইচএসসিতে ২ হাজার ১৮৪, কারিগরীতে ১ হাজার ৯৭৩ ও আলীমে ১৮৭ জন। আশঙ্কাজনক হারে শিক্ষার্থী কমেছে কারিগরি বিভাগে। গতবার পাসের হার বেশি হওয়ায় এ বছর অনিয়মিত পরীক্ষার্থী অনেক কমেছে। আর অনিয়মিত পরীক্ষার্থী কমার কারণেই মূলত এ বছর মোট পরীক্ষার্থী কমেছে বলে মনে করছে শিক্ষা বিভাগ। অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) রফিকুল আলম জানান, সরকারের নির্দেশনা অনুযায়ী সুষ্ঠুভাবে উচ্চ মাধ্যমিকের পরীক্ষা অনুষ্ঠানে সবধরনের প্রস্তুতি গ্রহণ করা হয়েছে। আগামী ৬ নভেম্বর থেকে জেলার ৯টি উপজেলার ১৭টি কেন্দ্রে পরীক্ষা অনুষ্ঠিত হবে। কেন্দ্রগুলোর আশপাশে ১৪৪ ধারা জারি থাকবে। পরীক্ষা চলাকালে সার্বক্ষণিক ভ্রাম্যমাণ আদালত মাঠে থাকবে। পরীক্ষা শুরুর আধা ঘণ্টা আগে পরীক্ষার্থীদের কেন্দ্রে ঢুকতে হবে।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published.

কপিরাইট © 2017 Lokaloy24
Desing & Developed BY ThemesBazar.Com