হবিগঞ্জের বানিয়াচংয়ে এক বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামী মো. গিয়াস উদ্দিনকে গ্রেফতার করেছে পুলিশ। বৃহস্পতিবার ভোরে উপজেলার শ্রীমঙ্গলকান্দি এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত গিয়াস উদ্দিন শ্রীমঙ্গলকান্দি নোয়াহাটি এলাকার শের আলী মিয়ার পুত্র। বিষয়টি নিশ্চিত করেন বানিয়াচং থানার (ওসি) অজয় চন্দ্র দেব। তিনি জানান, গ্রেফতারকৃত গিয়াস উদ্দিনের বিরুদ্ধে আদালত থেকে এক বছরের সাজা পরোয়ানা রয়েছে। একই সাথে ৭ হাজার টাকা জরিমানা আনাদায়ে আরো তিন মাসের বিনাশ্রম কারাদন্ড রয়েছে। আদালত থেকে সাজা পরোয়ানা থাকার পরও সে দীর্ঘদিন যাবত পালিয়ে বেড়াচ্ছিল। গ্রেফতারের পর বৃহস্পতিবার দুপুরে তাকে আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়েছে। ওসি বলেন, মাদক, জুয়া ও পলাতক আসামী গ্রেফতারে থানা পুলিশের এমন অভিযান অব্যাহত থাকবে
Leave a Reply