লোকালয় ডেস্কঃ হবিগঞ্জ শহরে ইতালি প্রবাসী আবুল কালামের স্ত্রী সালমা আক্তার চাদনী (২০) এর ডাক্তারী পরিক্ষা আজ রবিবার সদর হাসপাতালে হবে। অপরদিকে আটক চুনারুঘাট উবাহাটা গ্রামের আব্দুল জলিল ওরফে শহীদের স্ত্রী ও তার পুত্র আল আমিনকে মুচলেকা রেখে গত শুক্রবার রাতে ছেড়ে দেয়া হয়। চাদনীর মা উমেদনগর গ্রামের তাহির মিয়া স্ত্রী শাহানা আক্তার বাদি হয়ে সদর থানায় শহীদের পুত্র সাইফুর রহমান মান্নাকে আসামী করে অপহরন ও ধর্ষনের মামলা দায়ের করে। তবে বিষয়টি মানতে নারাজ তার কন্যা চাদনী।
চাদনী পুলিশকে জানায় সে প্রাপ্ত বয়স্ক এবং সে ইতালি প্রবাসী স্বামীকে সে তালাক দিয়ে মান্নাকে বিয়ে করে। সে মান্নর সাথে যাবে নয়তোবা কারাগারে যাবে। এব্যাপারে ওসি মোঃ ইয়াসিনুল হক জানান, যেহেতো মামলা হয়েছে ডাক্তারী পরিক্ষা শেষে চাদনীকে কোর্টে প্রেরণ করা হবে, কোর্ট সিদ্ধান্ত দিবে।
প্রসঙ্গত, গত ২৪ এপ্রিল শহরের চিড়াকান্দি এলাকায় চাদনীর ভারাটিয়া বাসা থেকে মান্নার হাত ধরে চাদনী পালিয়ে যায় এবং গত শুক্রবার চাদনীকে উদ্ধার করে পুলিশ এবং আমিন ও তার মাকে আটক করে।
Leave a Reply