ক্রাইম ডেস্কঃ হবিগঞ্জের মাধবপুরে ফেসবুকে প্রতারণা করে বিভিন্ন মানুষের কাছ থেকে অর্থ হাতিয়ে নেওয়ার ঘটনায় মবিন নামে ১০ম শ্রেণীর এক স্কুল ছাত্রকে গ্রেফতার করেছে পুলিশ।
মঙ্গলবার (১০ এপ্রিল) ভোর রাতে মাধবপুর থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) কাওছার আলম তাকে গ্রেফতার করে।
গ্রেফতারকৃত স্কুল ছাত্র উপজেলার নোয়াপাড়া সৈয়দ সঈদ উদ্দিন উচ্চ বিদ্যালয়ের ১০ম শ্রেণীর ছাত্র ও নোয়াপাড়া ইউনিয়নের শাহপুর আলীনগর গ্রামের সাবেক ইউপি সদস্য ফারুক মিয়া ছেলে।
পুলিশ জানায়, মবিন গত ৩/৪মাস ধরে ইন্টারনেটে ফেসবুক ব্যবহারকারীদের কাছ থেকে কৌশলে প্রতারণা করে বিকাশে ৬০/৭০ হাজার টাকা হাতিয়ে নেয়। এ ঘটনার ভুক্তভোগীদের অনেকেই পুলিশকে অবহিত করলে পুলিশ তথ্য প্রযুক্তি ব্যবহার করে তার অবস্থান সনাক্ত করে তাকে গ্রেফতার করে।
মাধবপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) চন্দন কুমার চক্রবর্তী জানান, এ ব্যাপারে ছাতিয়াইন তদন্ত কেন্দ্রের সহকারী উপপরিদর্শক কাজী আবু কাউছার বাদী হয়ে মাধবপুর থানায় একটি মামলা দায়ের করেছেন।
Leave a Reply