স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জের মাধবপুরের ভবানীপুর গ্রামের প্রতিপক্ষের হামলায় প্রবাসী আবুল কালামের বাড়িঘর ভাংচুর ও লুটপাটের ঘটনাস্থল পরিদর্শন করেছন বাংলাদেশ আইন সহায়তা কেন্দ্র ফাউন্ডেশন (বাসক) পরিচালক প্রশাসন সৈয়দ রায়হানের নেতৃত্বে একটি প্রতিনিধি দল। এ সময় প্রতিনিধি দল প্রবাসী ভাংচুরকৃত বাড়িঘর দেখেন এবং এলাকার লোকজনদের সাথে কথা বলেন। তারা ভাংচুরের ঘটনার সত্যতা পেয়ে ক্ষোভ ও অসন্তোশ প্রকাশ করেন এবং এ ঘটনায় সুষ্ঠু তদন্ত করে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে প্রতিবেদন দেওয়ার আশ্বাস প্রদান করেন। এ সময় প্রতিনিধি দলের কাছে হামলার ঘটনায় বর্ননা দেন প্রবাসী আবুল কালামের মা রহিমা খাতুনসহ স্বজনরা। প্রবাসী আবুল কালামের মা রহিমা খাতুন জানান, অত্যান্ত নির্মমভাবে খেলু মিয়া গং তার
রেজিটেন্স যোদ্ধা ছেলেদের কষ্টের উর্পাজিত টাকার তৈরী ঘরটি ভাংচুর করেছে। এতে প্রায় ১ কোটি টাকা ক্ষয়ক্ষতি হয়েছে। তিনি বলেন-ন্যায় বিচার স্বার্থে তার মামলাটি পূর্ণরায় গ্রহনের তদন্তের দাবি জানান এবং ঘটনার সাথে জড়িতদের আইনের আওতায় এনে শাস্তি প্রদানের দাবি জানাচ্ছি। ২০২১ সালের ৪ এপ্রিল ঘর নির্মাণ কাজের জন্য প্রবাসী আবুল কালাম ও পাশ্ববর্তী উত্তর নোয়াপাড়া গ্রামের খেলু মিয়ার জমি থেকে ৫০ হাজার টাকার বালু ক্রয় করেন। পরের ৫ এপ্রিল সকালে আবুল কালাম বালু আনতে
গেলে খেলু বালু দিতে অপারগতা প্রকাশ করেন। এ নিয়ে আবুল কালাম ও খেলু মিয়ার মধ্যে কথা কাটাকাটি হয়। পরে খেলু মিয়া উত্তর নোয়াপাড়া গ্রামের লোকজনদের নিয়ে কালামের বাড়িতে দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে হামলা চালিয়ে নির্মাণাধীন বাড়ির ঘর, আসবাবপত্র ভাংচুর করে। এ সময় ঘরে থাকা স্বর্ণলংকার, নগদ টাকাসহ জিনিসপত্র লুট করে নেয় হামলাকারীরা। এতে প্রবাসী আবুল কালামের প্রায় কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়। এ ঘটনায় প্রবাসী আবুল কালামের মা রহিমা খাতুন বাদী হয়ে মাধবপুর থানায় একটি ভাংচুর ও লুটপাটের মামলা দায়ের করেন। কিন্তু মামলাটি রহস্য জনক কারণে খারিজ হয়ে যায়। পরবর্তীতে ভোক্তভোগী ন্যায় বিচারের জন্য প্রশাসনের উচ্চপদস্থ কর্মকর্তাসহ বিভিন্ন মহলের দ্বারস্থ হন। কিন্তু কোথায় কোন সাড়া পাননি। অবশেষে
বাংলাদেশ আইন সহায়তা কেন্দ্র ফাউন্ডেশন (বাসক) স্মরানাপন্ন হন তারা।
Leave a Reply