লোকালয় ডেস্কঃ হবিগঞ্জের বানিয়াচং উপজেলায় দুই মাদক বিক্রেতাকে আটক করেছে পুলিশ।
শুক্রবার (০৪ মে) দিবাগত রাতে উপজেলার শিবপাশা এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
তারা হলেন- পাবনার সাঁথিয়া উপজেলার নাগডেমরা গ্রামের মৃত মোজাহর আলীর ছেলে স্বপন মিয়া (২৬) ও একই জেলার ফরিদপুর উপজেলার গোপালগর গ্রামের হাবিবুর রহমানের ছেলে সুমন মিয়া (২৪)।
বানিয়াচং থানার ডিউটি অফিসার কানন কুমার দাশ বলেন, তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা হয়েছে। দুইজনকে আদালতে সোপর্দ করা হবে।
Leave a Reply