মীর মোঃ আব্দুল কাদির, হবিগঞ্জ অফিসঃ হবিগঞ্জ শহরতলীর পৈল ইউনিয়নের পৈল ঘরেরপাড় গ্রামে মঙ্গলবার দুপুর সাড়ে ১২টার সময় জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণের উপ-পরিদর্শক সিদ্দিকুর রহমানের নেতৃত্বে এক বাড়িতে অভিযান চালিয়ে গাজাসহ ২ মাদকসেবনকারীকে আটক করেন মাদকদ্রব্য কর্মকর্তারা। পরে তাদেরকে ভ্রাম্যমান আদালতের বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্র্যাট রিগ্যান চাকমা মাদকদ্রব্য আইনে অর্থদন্ড দেন। এসময় আরো উপস্থিত ছিলেন সহকারী উপ-পরিদর্শক মোঃ কবির উদ্দিন তালুকদার ও সদস্যরা।
জানা যায়, ওই এলাকার মৃত ফজর আলীর পুত্র মোঃ সফর আলী(৬৫), আব্দুল আলীর পুত্র মান্না মিয়া(১৮) কে গাজা সেবন করার অপরাধে আটক করা হয়। ওইসময় তাদের কাছ থেকে গাঁজা উদ্ধার করার পর ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাদেরকে অর্থদন্ড প্রদান করে মুক্তি দেয়া হয়েছে।
তারা ভবিষ্যতে এমন কর্মকান্ড না করার অঙ্গীকার করে।
Leave a Reply