সংবাদ শিরোনাম :
শুল্ক ফাঁকির শতাধিক বিলাসবহুল গাড়ি এখন সিলেটে! দুবাইয়ে চাকরি দেয়ার কথা বলে টাকা আত্মসাত ॥ ৬ জনের বিরুদ্ধে মামলা অবশেষে আবর্জনামুক্ত হচ্ছে হবিগঞ্জ শহরে আধুনিক স্টেডিয়ামের পাশ হবিগঞ্জে পুলিশের সঙ্গে জামায়াত নেতাকর্মীদের ধাওয়া-পাল্টা ধাওয়া শহীদ বুদ্ধিজীবীদের প্রতি রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রীর শ্রদ্ধা অপরাধ কর্মকাণ্ড রোধে সতর্ক পুলিশ শাহজীবাজার মাজারে প্রশাসনের আদেশ অমান্য করে কাফেলার আয়োজন সংবাদ প্রকাশের পর গার্নিং পার্কে মিনি পতিতালয়ের সন্ধান ডিবির অভিযানে ৫ কলগার্লসহ ৩ খদ্দর আটক কোরেশনগরে হোটেল যুবরাজ থেকে লাশ উদ্ধার ক্রোয়েশিয়াকে হারিয়ে ফাইনালে আর্জেন্টিনা ছেলের বিয়ের দাওয়াতে বের হয়ে বাড়ি ফেরা হলো না মায়ের
স্বামী ঘরে যাবে না জেলে!

স্বামী ঘরে যাবে না জেলে!

বিচারকের দৌলতে এজলাসে পুনর্মিলন নবদম্পতির

পার্থসারথী সেনের প্রশ্ন শুনে লজ্জায় লাল হয়ে উঠল অহনা৷ অস্ফূটে বললেন, ‘‘বালাইষাট! জেলে কেনে যাবে, আমি তো ওর সঙ্গেই ঘরে ফিরতে চাই!’’ বাবা-মা, শ্বশুর শাশুড়ির সামনে লজ্জার মাথা খেয়ে আবেগতাড়িত গৌতম বারবার নিজের স্ত্রী থুড়ি প্রেমিকাকে জরিপ করছিলেন!

লক্ষ্মীবারের দুপুরে এমনই ‘যদিদং হৃদয়ং তব, তদিদং হৃদয়ং মম’-র সাক্ষী থাকল বীরভূম আদালতের জেলা ও দায়রা বিচারকের এজলাস৷

এহেন দৃশ্য দেখে কঠোর বিচারকও রসিকতার সুরে বলে উঠলেন, ‘বাহ্, আমিও তো এটাই চেয়েছিলাম৷ দুষ্টু মিষ্টি করে তোমরা সারাটা জীবন একসঙ্গে, এভাবে কাটাও৷’’ খানিক থেমে যোগ করলেন, ‘‘স্বামী-স্ত্রীর মধ্যে একটু ঝগড়া না হলে কি প্রেমটা জমে!’’ টেনে আনলেন ‘থ্রি ইডিয়েট’ সিনেমার প্রসঙ্গ -‘সাহস করে নিজের মনের কথা মুখ ফুটে বলতে হয়৷’

বীরভূমের গৌতমের সঙ্গে নদীয়ার অহনার পরিচয় ফেসবুকে৷ গত বছরের ২ মার্চ অগ্নিকে সাক্ষী রেখে চারহাত এক হয়েছিল৷ ৩দিন আগেও ছবিটা ছিল একেবারে উল্টো৷ ‘বেয়াড়া’ স্বামীকে জেলে ভরতে চার দেওয়ালের ব্যক্তিগত ঝগড়াকে আদালত পর্যন্ত টেনে এনেছিলেন অহনা৷ বিচারকের পরামর্শে হোটেলের বন্ধঘরে একসঙ্গে তিনরাত কাটানোর পর ঝগড়া উবে আরও জমাট হয়েছে প্রেমটা৷

স্বভাবতই তৃপ্ত বিচারক বললেন, ‘‘তিনদিন আগে তোমরা দু’জনে আমাদের পরামর্শ না শুনলে চলার পথে বছর ২৫ পর কোথাও তোমাদের দেখা হত৷ তখন দু’জনেই আফশোস করতে৷ মনে পড়ত- জজসাহেব সুযোগ দিয়েছিলেন, হাতে সময়ও ছিল৷ শুধু মুখ ফুটে দু’জন দু’জনকে কাছে টেনে নিতে পারিনি৷ তাই এই পরিণতি৷’’ – তবে সেটা না হওয়ায় তিনি যে ভীষণ খুশি হয়েছেন-তা প্রকাশ করে বিচারক বললেন, ‘‘কি হ্যাপি এন্ডিং হলো তো!’’ একসঙ্গে ঘাড় নেড়ে সম্মতি জানাল গৌতম-অহনা সিউড়ি বাসস্ট্যাণ্ড সংলগ্ন ২০৫ নম্বর রুমের বাসিন্দারা এদিন একটি বেলা করেই ঘুম থেকে উঠেছিলেন৷ পৌনে এগারোটা নাগাদ রিকশা চড়ে তাঁরা পৌঁছন সিউড়ি আদালত চত্বরে৷ আগে থেকেই সেখানে উপস্থিত ছিলেন গৌতমের বাবা সুভাষ দাস, মা শোভনা আর অহনার বাবা অরুপ দাস ও মা নারায়ণী৷ পরনে ছিল লালশাড়ি- লালচাদর ও নীল সার্ট-নীল জিন্স৷ তাড়াহুড়োতে হোটেলের ঘরে সিঁদুর পড়তে ভুলে গিয়েছিলেন অহনা৷ বিচারকের কক্ষে বসে তাই মায়ের কাছ থেকে সিঁদুরের কৌটা চেয়ে নিলেন তিনি৷ স্ত্রীর হাত থেকে সেই কৌটো নিয়ে নিজের হাতে প্রায় একবছর পর সহধর্মিনীকে ফের সিঁদুর পরালেন গৌতম!

যা দেখে আদালত কক্ষেই অনেকে ফিসফিস করে বলছিলেন- সিঁদুরদানই বটে! বিচারক এমন পরামর্শ না দিলে বিয়েটাই তো ভাঙতে বসেছিল! ১১টা ১০ মিনিটে এজলাসে এলেন জেলা ও দায়রা বিচারক পার্থসারথী সেন৷ দু’জনকে নিজের সামনে ডেকে নিলেন৷ বললেন-‘দু’জনে দু’জনের হাত ধরো৷ হাত ধরে প্রতিজ্ঞা করো- তোমরা এই হাত কোনওদিন ছাড়বে না৷’’

এরপরই বিচারক অহনার কাছে জানতে চান- স্বামী ঘরে যাবে না জেলে! এদিন আদালত কক্ষে গৌতম বিচারককে কিছু বলতে চেয়েছিলেন৷ কপট রাগ দেখিয়ে তাঁকে থামিয়ে দেন বিচারক- ‘‘আজ আর আমার সঙ্গে তোমার কোনও কথা নয়৷ আজ শুধু তোমরা দু’জন দু’জনের সঙ্গে কথা বলবে!’’

সরকারি আইনজীবী রঞ্জিৎ গঙ্গোপাধ্যায় বিচারককে জানান-, ‘‘স্যার, আপনার এই উদ্যোগের প্রশংসা করেছে কলকাতা পুলিশ ও সিআইডি৷ ওরা আমাকে ফোন করে বলছে- এই উদ্যোগের জন্য ওরা আমাদের স্যালুট জানাচ্ছে৷’’ যা শুনে বিনয়ী বিচারক বলে ওঠেন- ‘‘স্যালুট আমাদের নয়, ওটা অহনা-গৌতমের প্রাপ্য৷’’

যে এজলাসে অনেক বড় বড় অপরাধীর বিচার হয়েছে, সেই এজলাসই এদিন যেন হয়ে উঠেছিল প্রেমের ক্লাসরুম৷ নবদম্পতির প্রেমকে আরও ঘন করতে রীতিমতো ক্লাস টিচারের ভঙ্গিমায় বিচারক বলতে থাকেন, ‘‘গোলাপ তুলতে গেলে কাঁটা লাগে হাতে৷ তা বলে কি কেউ গোলাপ তোলে না?’’ সস্নেহে যোগ করেন, ‘‘শোনো জীবনটাই হল স্যাক্রিফায়েস, অ্যাডজাস্টমেন্ট৷ সেটা দু’জনকেই সমানভাবে করতে হবে৷’’

এরপরই দুতরফের বাবা মা ও দম্পতিকে সামনে হাজির করিয়ে বিচারক বলে ওঠেন- ‘কি হ্যাপি এন্ডিং তো!’ মেয়ের মায়ের চোখ দিয়ে তখন গড়াচ্ছে আনন্দাশ্রু-‘‘আমি প্রচণ্ড খুশী৷ আরেকটু হলে আমার মেয়েটার সংসার ভাঙতে বসেছিল!’’ গৌতমের বাবা সুভাষবাবু যোগ করেন- ‘বিচারকের এই নজিরবিহীন সিদ্ধান্তের জন্যই আমার ছেলে-বৌ আবার কাছাকাছি এলো!’’

সরকারি আইনজীবীর উদ্যোগে মিষ্টিমুখও হল৷ শেষ এমন ঘটনা কবে দেখেছেন মনে করতে পারছেন না আদালতের প্রবীন আইজীবীরাও৷ বলছেন- শুধু মালাটাই ছিল না৷ তা বাদ দিয়ে চারহাত এক করতে যা যা প্রয়োজন- সবই ছিল৷

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published.

কপিরাইট © 2017 Lokaloy24
Desing & Developed BY ThemesBazar.Com