হবিগঞ্জের মাধবপুরের ৮ম শ্রেণিতে পড়ুয়া এক স্কুলছাত্রীকে ঢাকায় আটকে রেখে ধর্ষণের অভিযোগ উঠৈছে। ওই ছাত্রী কৌশলে পালিয়ে বাড়িতে আশ্রয় নিলে বৃহস্পতিবার সকালে পুলিশের সহায়তায় তাকে হবিগঞ্জ সদর হাসপাতালে চিকিৎসার জন্য নেওয়া হয়েছে।
ভিকটিমের বাবা জানান, গত ১৮ অক্টোবর সকাল ৯টায় তার মেয়ে বিদ্যালয়ে যাওয়ার উদ্দেশ্যে বাড়িতে থেকে বের হয়। কিন্তু পথিমধ্যে একই গ্রামের আব্দুল হাকিম ৩/৪জন যুবকের সহায়তায় তার মেয়েকে অপহরণ করে ঢাকার একটি বাসায় আটকে রেখে ধর্ষণ ও শারীরিক নির্যাতন করে। গত বুধবার ঢাকার ওই বাসা থেকে ভিকটিম ধর্ষণকারীদের কবল থেকে কৌশলে পালিয়ে নিজ বাড়িতে যায়। পরে সে মা বাবার কাছে অপহরণ ও পাশবিক নির্যাতনের কথা জানায়।
মাধবপুর-চুনারুঘাট সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মহসিন আল মুরাদ বলেন, ভিকটিমের কাছ থেকে পাশবিক নির্যাতনের বর্ণনা শুনেছি। তাকে চিকিৎসা ও ডাক্তারি পরীক্ষার জন্য হবিগঞ্জ সদর হাসপাতালে পাঠানো হয়েছে। এ ঘটনায় মাধবপুর থানায় একটি মামলা হচ্ছে।
Leave a Reply