সংবাদ শিরোনাম :
সৌদি নিরাপত্তাকর্মীর উদারতায় অভিভূত নেটিজেনরা

সৌদি নিরাপত্তাকর্মীর উদারতায় অভিভূত নেটিজেনরা

আন্তর্জাতিক ডেস্ক: ভিডিওটি সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়লে ওই নিরাপত্তা কর্মকর্তার দয়ালু আচরণের ভূয়সী প্রশংসা করেন নেটিজেনরা। বিশেষ করে ভিডিওটি সৌদি নাগরিকদের ফেসবুক-টুইটারে ঘুরে বেড়াচ্ছে। খবর: আরব নিউজ।

টুইটারে একজন লিখেছেন, ‘আমি কয়েকবার ভিডিওটি দেখেছি। প্রত্যেকবার এটি আমাকে অভিভূত করেছে। তিনি (নিরাপত্তা কর্মকর্তা) একবারের জন্যও ইতস্তত করেননি। তিনি ওই নারীকে তপ্ত পিচঢালা মেঝে থেকে বাঁচাতে নিজের জুতো জোড়া খুলে দেন। নিজের কথা একবারও চিন্তা করেননি।’

নূরা নামে একজন তার টুইটারে লিখেন, ‘এটাই আমাদের ধর্মের নৈতিকতা। আমাদের নিরাপত্তারক্ষীদের এই গুণটা ভালোই আছে। তারা মসজিদুল হারামের মেহমানদের (হাজী) সেবাদানে আসলেই যথোপযুক্ত।’

প্রসঙ্গত, মসজিদুল হারামে নিয়মিতই রয়েছে মুসল্লিদের উপস্থিতি। আগামী ২০ আগস্ট এ বছর পবিত্র হজ পালন করা হবে। হজ পালনে বিশ্বের বিভিন্ন দেশ থেকে সেখানে লাখ লাখ মুসলিম জড়ো হচ্ছেন।

 

ভিডিওটি সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়লে ওই নিরাপত্তা কর্মকর্তার দয়ালু আচরণের ভূয়সী প্রশংসা করেন নেটিজেনরা। বিশেষ করে ভিডিওটি সৌদি নাগরিকদের ফেসবুক-টুইটারে ঘুরে বেড়াচ্ছে। খবর: আরব নিউজ।

টুইটারে একজন লিখেছেন, ‘আমি কয়েকবার ভিডিওটি দেখেছি। প্রত্যেকবার এটি আমাকে অভিভূত করেছে। তিনি (নিরাপত্তা কর্মকর্তা) একবারের জন্যও ইতস্তত করেননি। তিনি ওই নারীকে তপ্ত পিচঢালা মেঝে থেকে বাঁচাতে নিজের জুতো জোড়া খুলে দেন। নিজের কথা একবারও চিন্তা করেননি।’

নূরা নামে একজন তার টুইটারে লিখেন, ‘এটাই আমাদের ধর্মের নৈতিকতা। আমাদের নিরাপত্তারক্ষীদের এই গুণটা ভালোই আছে। তারা মসজিদুল হারামের মেহমানদের (হাজী) সেবাদানে আসলেই যথোপযুক্ত।’

প্রসঙ্গত, মসজিদুল হারামে নিয়মিতই রয়েছে মুসল্লিদের উপস্থিতি। আগামী ২০ আগস্ট এ বছর পবিত্র হজ পালন করা হবে। হজ পালনে বিশ্বের বিভিন্ন দেশ থেকে সেখানে লাখ লাখ মুসলিম জড়ো হচ্ছেন।

 

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published.

কপিরাইট © 2017 Lokaloy24
Desing & Developed BY ThemesBazar.Com