সংবাদ শিরোনাম :
১০ম গ্রেড বাস্তবায়নের দাবিতে হবিগঞ্জে কর্মবিরতি অস্তিত্ব সংকটে পড়েছে হবিগঞ্জের অধিকাংশ নদ নদী শায়েস্তাগঞ্জে মালবাহী ট্রেনের নিচে কাটা পড়ে যুবকের মৃত্যু শ্রীমঙ্গলে ১০ কেজি গাঁজাসহ সুজাতপুরের যুবক আটক নতুন আঙ্গিকে ও নতুন সময়ে একুশে সংবাদ সিলেটি শিক্ষার্থীদের ইংল্যান্ডে পড়তে যেতে হলে যা জানতে হবে ড্রোন ধ্বংস করল ইরান, নিরাপদে আছে ইসফাহানের পারমাণবিক স্থাপনা হাফিজা-দিদার ফাউন্ডেশনের উদ্যোগে দরিদ্র অসহায় লোকের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ নবীগঞ্জে তাহসিন হত্যার প্রধান আসামী মান্না গ্রেফতার পৈলারকান্দির ফেরেঙ্গীটিলা গ্রামে ১৪৪ ধারা অমান্য করে জায়গা দখলের পায়তারা
সৌদি ও যুক্তরাজ্য সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী

সৌদি ও যুক্তরাজ্য সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী

সৌদি ও যুক্তরাজ্য সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী
সৌদি ও যুক্তরাজ্য সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী

লোকালয় ডেস্কঃ বাদশাহ সালমান বিন আবদুল আজিজের আমন্ত্রণে যৌথ সামরিক মহড়া ‘গালফ শিল্ড-১’ এর সমাপনী অনুষ্ঠানে যোগ দিতে সৌদি আরব যাচ্ছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সৌদিতে সংক্ষিপ্ত সফর শেষে সেখান থেকে প্রধানমন্ত্রী কমনওয়েলথ সম্মেলনে যোগ দিতে লন্ডন যাবেন।

রোববার (১৫ এপ্রিল) বিকেল ৪টায় সৌদি আরবের উদ্দেশে প্রধানমন্ত্রী ঢাকা ছাড়বেন বলে প্রধানমন্ত্রীর প্রেস উইং থেকে জানানো হয়েছে।

গত ১৮ মার্চ শুরু হওয়া গালফ শিল্ড-১ যৌথ সামরিক মহড়া শেষ হবে আগামী ১৬ এপ্রিল। সৌদি আরবের দাম্মামে এর সমাপনী অনুষ্ঠান আয়োজিত হবে। বাংলাদেশসহ ২৩টি দেশ মাসব্যাপী এ মহড়ায় অংশ নিয়েছে।

এর আগে গত ০৫ এপ্রিল গণভবনে বাংলাদেশে নিযুক্ত সৌদি রাষ্ট্রদূত আবদুল্লাহ এইচ এম আল মুতাইরী প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সাক্ষাৎ করে বাদশাহ সালমান বিন আবদুল আজিজের আমন্ত্রণপত্র পৌঁছে দেন।

প্রধানমন্ত্রী মহড়ায় যোগদান শেষে দাম্মাম থেকে বিশেষ ফ্লাইটে যুক্তরাজ্যের রাজধানী লন্ডনের উদ্দেশে রওনা দেবেন। লন্ডনে ১৯ ও ২০ এপ্রিল কমনওয়েলথ সরকার প্রধানদের শীর্ষ সম্মেলন অনুষ্ঠিত হবে। ১৮ এপ্রিল কমনওয়েলথ পররাষ্ট্রমন্ত্রীদের সভা ও অন্যান্য সাইড লাইন সভা ১৫ এপ্রিল শুরু হবে।

কমনওয়েলথ শীর্ষ সম্মেলনে বাংলাদেশ প্রতিনিধি দলে পররাষ্ট্রমন্ত্রী ছাড়াও পররাষ্ট্র প্রতিমন্ত্রী, মহিলা ও শিশু বিষয়ক প্রতিমন্ত্রী, প্রধানমন্ত্রীর মুখ্য সচিব, মুখ্য সমন্বয়কসহ (এসডিজি বিষয়ক) ঊর্ধ্বতন কর্মকর্তারা থাকবেন।

কমনওয়েলথ শীর্ষ সম্মেলনে এবারের প্রতিপাদ্য হল ‘টুওয়ার্ডস এ কমন ফিউচার’। এর আলোকে গণতন্ত্রের বিকাশ, মানবাধিকার, আইনের শাসন, শিক্ষা প্রসার, স্বাস্থ্য সেবা, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, নারীর ক্ষমতায়ন, জলবায়ু পরিবর্তনসহ জাতিসংঘের এজেন্ডা ২০৩০-এর সাথে সামঞ্জস্যপূর্ণ ও একইসাথে বাংলাদেশের উন্নয়ন পরিকল্পনায় প্রাধান্য পাবে।

কমনওয়েলথ মহাসচিব প্রধানমন্ত্রীকে উইমেন্স ফোরামের একটি পর্বে প্রধান বক্তা হিসাবে আমন্ত্রণ জানান। শীর্ষ সম্মেলনে তিনি রোহিঙ্গা সংকটের বর্তমান অবস্থা অন্য সদস্য দেশের রাষ্ট্র প্রধানদের কাছে তুলে ধরবেন। যুক্তরাজ্যের মর্যাদাপূর্ণ থিংক ট্যাংক ওভারসীজ ডেভেলপমেন্ট ইনস্টিটিউট আয়োজিত উচ্চ পর্যায়ের একটি পর্বে ‘উন্নয়নের অগ্রযাত্রায় বাংলাদেশ : নীতি, অগ্রগতি ও সম্ভাবনা’ বিষয়ে মূল বক্তব্য রাখবেন।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published.

কপিরাইট © 2017 Lokaloy24
Desing & Developed BY ThemesBazar.Com