নিজস্ব প্রতিবেদক: রাখাইনে রোহিঙ্গা নিধনে পরিকল্পিত হত্যাকাণ্ডের জন্য সু চিকে দায়ী করে আন্তর্জাতিক আদালতে বিচারের মুখোমুখি করার অঙ্গীকার করেছেন সফররত তিন নোবেলজয়ী নারী ইরানের শিরিন এবাদি, ইয়েমেনের তাওয়াক্কুল কারমান ও যুক্তরাজ্যের ম্যরিয়েড মুগুয়্যার।
বুধবার দুপুরে রাজধানীর স্থানীয় একটি হোটেলে আয়োজিত সংবাদ সম্মেলনে তারা এ অঙ্গীকার করেন। মানবাধিকার সংগঠন নারীপক্ষ এই সংবাদ সম্মেলনের আয়োজন করে।
এর আগে সোম ও মঙ্গলবার তিন নোবেলজয়ী কক্সবাজারের উখিয়া ও টেকনাফে রোহিঙ্গা শরণার্থীদের অবস্থা দেখতে বিভিন্ন ক্যাম্প পরিদর্শন করেন।
সংবাদ সম্মেলনে নোবেলজয়ী তিন নারী বলেন, রোহিঙ্গাদের সঙ্গে যা ঘটেছে, তার সবকিছুর দায়ে সু চিকে আন্তর্জাতিক অপরাধ আদালতে বিচারের সম্মুখীন হতে হবে। জাতিগত নিধন, গণহত্যা ও ধর্ষণের দায়ে সু চিকে আন্তর্জাতিক আদালতের কাঠগড়ায় দাঁড় করানোর ব্যাপারে আমরা অঙ্গীকার করছি।
এসময় তিন নোবেল বিজয়ীই মিয়ানমারের ডি-ফ্যাক্টো নেত্রী অং সাং সু চিকে দেশটির স্টেট কাউন্সেলর পদ থেকে সরে গিয়ে রোহিঙ্গা নিপীড়ন নিয়ে মুখ খুলতে বলেন।
সংবাদ সম্মেলনে তিন নোবলেজয়ীর সঙ্গে নারীপক্ষের নেতারা উপিস্থিত ছিলেন।
Leave a Reply