লোকালয় ডেস্কঃ ‘হাওর যে কতো বিস্তৃত তা আমার জানা ছিল না। গেলবারের আগাম বন্যায় হাওরবাসী যে কতো ক্ষতিগ্রস্ত হয়েছেন তা আমরা ঢাকায় বসেও বুঝতে পেরেছি। আগাম বন্যার ক্ষতি হাওরবাসী তাড়াতাড়ি কাটিয়ে উঠতে পারেন সে জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার সমস্ত শক্তি প্রয়োগ করেছেন হাওরবাসীর কল্যাণে। প্রধানমন্ত্রীর গোপালগঞ্জও হাওর অধ্যুষিত এলাকা। তিনি মনে করেন, গোপালগঞ্জের সমস্যা ও সুনামগঞ্জের সমস্যা একই রকম। প্রধানমন্ত্রী শেখ হাসিনা আমাকে নির্দেশনা দিয়েছেন হাওরের প্রতি বিশেষ নজর দিতে। হাওরের কাজ সবার আগে করার নির্দেশ দিয়েছেন তিনি।’ সুনামগঞ্জের তাহিরপুর উপজেলার স্থানীয় সরকারের অধীন সংস্থা ও দফতর গুলোর কর্মকর্তাদের সঙ্গে বৃহস্পতিবার দুপুরে মতিবিনময়কালে প্রধান অতিথির বক্তব্যে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী খন্দকার মোশারফ হোসেন এসব কথা বলেন।
মন্ত্রী বলেন, ‘প্রধানমন্ত্রীর নির্দেশনা অনুযায়ী হাওরবাসীর জন্য বিশুদ্ধ পানীয় জলের ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। চলতি অর্থবছরে হাওরবাসীর জন্য ৮৫০টি টিউবওয়েল দেওয়া হয়েছে। এছাড়া নুতন করে আরও ৮৫০টি বরাদ্দ দেওয়া হয়েছে। মোট ১৭০০ টিউবওয়েল স্থাপন করা হবে। হাওরের আর্সেনিক আক্রান্ত এলাকায় ৩ হাজার ৮৪৪টি নলকূপ স্থাপন করা হবে। প্রায় ৫টি বাড়িতে একটি করে নলকূপ দেওয়ার ব্যবস্থা করা হচ্ছে। এ হিসেবে ৫ হাজার ৭০০ নলকূপ স্থাপন করা হবে।’
তিনি বলেন, ‘হাওর এলাকায় ৫০০ কিলোমিটার সড়ক নির্মাণ করেছে এলজিইডি। হাওরের উন্নয়নে আমরা আরও করবো। আগে হাওর এলাকায় ২৭টি সেতু নির্মাণের প্রস্তাবনা ছিল। এখন ১৪০ টি সেতু হাওর এলাকায় নির্মাণ করা হবে।’
হাওরের ফসল রক্ষা বাঁধ যথাযথভাবে নির্মাণ করতে পানিসম্পদমন্ত্রী তিনবার সুনামগঞ্জ সফর করেছেন উল্লেখ করে খন্দকার মোশারফ হোসেন বলেন, ‘পানিসম্পদমন্ত্রী আমাকে বলেছেন, বাংলাদেশের আর কোথাও কাজ হোক না হোক সুনামগঞ্জের হাওরের কাজ আগে করতে হবে। এটি প্রধানমন্ত্রীর নির্দেশ।’
মতবিনিয় সভায় সুনামগঞ্জের সমস্যা ও সম্ভাবনার কথা তুলে ধরে স্বাগত বক্তব্য রাখেন জেলা প্রশাসক মো. সাবিরুল ইসলাম। আরও বক্তব্য রাখেন সুনামগঞ্জ ১ আসনের সংসদ সদস্য ইঞ্জিনিয়ার মোয়াজ্জেম হোসেন রতন, সুনামগঞ্জ ২ আসনের সংসদ সদস্য ড. জয়া সেনগুপ্তা, সুনামগঞ্জ ৫ আসনের সংসদ সদস্য মুহিবুর রহমান মানিক, সুনামগঞ্জ ৪ আসনে সংসদ সদস্য অ্যাডভোকেট পীর ফজলুল রহমান মিসবাহ, সংরক্ষিত মহিলা আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট শামছুন্নাহার বেগম শাহানা রব্বানী, জেলা আওয়ামী লীগের সভাপতি ও সাবেক সংসদ সদস্য মতিউর রহমান, স্থানীয় সরকার বিভাগের সিনিয়র সচিব ড. জাফর আহমেদ খান, এলজিইডি প্রধান প্রকৌশলী মো. আবুল কালাম আজাদ প্রমুখ।
Leave a Reply