লোকালয় ডেস্কঃ সিলেটে আরো ৪৭ জনের করোনাভাইরাস শনাক্ত হয়েছে। এ নিয়ে জেলায় আক্রান্তের সংখ্যা বেড়ে ৭৮৭ জন হলো।
শুক্রবার রাতে বিষয়টি নিশ্চিত করেন সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের উপ-পরিচালক ডা. হিমাংশু লাল রায়।
তিনি জানান, শুক্রবার কলেজের পিসিআর ল্যাবে ১৮৪ জনের নমুনা পরীক্ষা করা হয়েছে। যার মধ্যে ৪৭ জনের করোনা পজিটিভ আসে। নতুন আক্রান্তদের মধ্যে জেলার জকিগঞ্জের ১৮ জন, সদরের ১৫ জন, গোয়াইনঘাটের ১১ জন, জৈন্তাপুরের দুইজন ও বিয়ানীবাজার উপজেলার একজন রয়েছেন।
জেলায় এ পর্যন্ত সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ১০৭ জন ও মারা গেছেন ২৩ জন।
কপিরাইট © 2017 Lokaloy24
Leave a Reply