সংবাদ শিরোনাম :
সিলেটে ছাত্রদলের দুই পক্ষের সংঘর্ষে একজনের মৃত্যু

সিলেটে ছাত্রদলের দুই পক্ষের সংঘর্ষে একজনের মৃত্যু

সিলেটে প্রতিষ্ঠাবার্ষিকীর মিছিলে ছাত্রদলের দুই পক্ষের সংঘর্ষে একজন নিহত এবং নয়জন আহত হয়েছেন। আজ সোমবার বিকেলে নগরীর কোর্টপয়েন্ট এলাকায় এ সংঘর্ষের ঘটনা ঘটে বলে জানান সিলেট কোতোয়ালি থানার ওসি গৌসুল হোসেন।

নিহত আবুল হাসান শিমু আহমদ (৩২) নগরীর আরামবাগ এলাকার আব্দুল আজিজের ছেলে। তিনি মহানগর ছাত্রদলের সদস্য শিমু।

এ প্রসঙ্গে সিলেট মহানগর ছাত্রদলের সহ-সভাপতি লিটন আহমদ বলেন, “মিছিলে আধিপত্য বিস্তার নিয়ে বাকবিতণ্ডায় জড়িয়ে পড়ে কয়েকজন জুনিয়র ছাত্রদলকর্মী। শিমু তাদের সামাল দিতে গেলে ছুরিকাহত হন। হাসপাতালে নিয়ে যাওয়ার পর সন্ধ্যায় তার মৃত্যু হয়। ”

এ ব্যাপারে ওসি বলেন, ছাত্রদলের ৩৯তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষ্যে কোর্ট পয়েন্ট এলাকায় মিছিল বের করে জেলা ও মহানগর ছাত্রদল। মিছিলে আধিপত্য নিয়ে মহানগর ছাত্রদলের সহ-সাংগঠনিক সম্পাদক নাবিল আহমদ পক্ষের কয়েকজন শিমু আহমদকে ছুরিকাঘাত করে। এ নিয়ে উভয়পক্ষ সংঘর্ষে জড়ায়। খবর পেয়ে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে বলে জানান তিনি।

ওসি গৌসুল বলেন, পুলিশ এ ঘটনার সঙ্গে জড়িতদের খুঁজে বের করতে কাজ শুরু করেছে। আহতদের মধ্যে কয়েকজনকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রাথমিকচিকিৎসা দেওয়া হয়েছে।

এ বিষয়ে মহানগর বিএনপির সাধারণ সম্পাদক বদরুজ্জামান সেলিম বলেন, মিছিলে ছুরিকাঘাতের এমন ঘটনা দুঃখজনক। এ বিষয়ে তদন্ত করে দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published.

কপিরাইট © 2017 Lokaloy24
Desing & Developed BY ThemesBazar.Com