সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলায় বুধবার দুপুরে আবারো পাথর শ্রমিক নিহত হয়েছেন। পাথর কোয়ারী থেকে পাথরের টুকরি বহন করে নিয়ে আসার সময় তা উপড়ে পড়ে তিনি মারা যান।
উপজেলার কালাইরাগ এলাকায় আলী হোসেনের মালিকানাধীন পাথর কোয়ারীর গর্তে এ ঘটনা ঘটে। নিহত পাথর শ্রমিক স্বপন আহমদের (৩০) গ্রামের বাড়ি রংপুর জেলায় বলে জানা গেছে।
স্থানীয়রা জানায়, স্বপন পাথর কোয়ারীতে পাথর বহনের সময় দুর্ঘটনার শিকার হন। এতে তিনি ঘটনাস্থলই মারা যান।
কোম্পানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শফিকুল রহমান খান বলেন, স্বপনের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সিলেট ওসমানী মেডিকেল কলেজ মর্গে পাঠানো হয়েছে। এ ব্যাপারে মামলার প্রস্তুতি চলছে।
উল্লেখ্য, গত সপ্তাহে জাফলং এলাকায় পাথর চাপা পড়ে এক সাথে ৫ শ্রমিকের মৃত্যু হয়। এর এক দিন পর জাফলং আরো এক পাথর শ্রমিক পাথর চাপা পড়ে মারা যান।
Leave a Reply