সংবাদ শিরোনাম :
আন্তর্জাতিক নৃত্য উৎসবে ২১ পদকপ্রাপ্ত মীনু হককে সংবর্ধনা

আন্তর্জাতিক নৃত্য উৎসবে ২১ পদকপ্রাপ্ত মীনু হককে সংবর্ধনা

সিলেট প্রতিনিধি: বাংলাদেশ নৃত্যশিল্পী সংস্থা সিলেট বিভাগে আন্তর্জাতিক নৃত্য উৎসব উদযাপিত হয়েছে । গত ২৫ এপ্রিল সিলেট রিকাবী বাজার, স্টেডিয়াম মার্কেট কবি নজরুল অডিটোরিয়াম এ অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয়।

একুশে পদক প্রাপ্ত নৃত্যগুরু বাংলাদেশ নৃত্য শিল্পী সংস্থার সভাপতি মীনু হক-কে সংবর্ধনা ও নৃত্যানুষ্ঠানে সিলেট বিভাগের প্রতিটি জেলার নৃত্য দলসহ হবিগঞ্জ নৃত্যকুঁড়ি নৃত্যালয়ের নৃত্যশিল্পী বৃন্দরা অংশগ্রহণ করে।
এসময় মঞ্চে উপবিষ্ট একুশে পদক প্রাপ্ত নৃত্যগুরু বাংলাদেশ নৃত্য শিল্পী সংস্থার সভাপতি মীনু হক, বিশিষ্ট নৃত্য শিল্পী পাপরী, এবং সভাপতি ও সিনিয়র নৃত্যশিল্পী নন্দীতা , হবিগঞ্জ নৃত্যঁকুড়ি নৃত্যালয়ের প্রতিষ্ঠাতা পরিচালক ও সাধারণ সম্পাদক নৃত্যশিল্পী সংস্থা হবিগঞ্জ জেলা গৌতম দাশ সুমন ।

এসময় হবিগঞ্জের নৃত্যঁকুড়ি নৃত্যালয়ের নৃত্যশিল্পীদের মধ্যে আরও উপস্থিত ছিলেন শাহ্ মোঃ রাসেল, শাহ্ শুভন, আকাশ, শাওন, সামি , উজ্জ্বল, ফজলু, মুস্তাক প্রমূখ।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published.

কপিরাইট © 2017 Lokaloy24
Desing & Developed BY ThemesBazar.Com