১৫ ঘণ্টারও বেশি সময় পর সিলেটের সঙ্গে সারাদেশের ট্রেন চলাচল শুরু হয়েছে। বৃহস্পতিবার রাতে ঢাকাগামী উপবন এক্সপ্রেস লাইনচ্যুত হওয়ার পর ওই রুটে বন্ধ হয়ে যায় ট্রেন চলাচল।
জানা গেছে, বৃহস্পতিবার রাত ১টার দিকে শ্রীমঙ্গল রেলওয়ে স্টেশন ছেড়ে সাঁতগাও রেলওয়ে স্টেশন অতিক্রমের পর ট্রেনের পুলিং রড ভেঙে ১১টি বগি লাইনচ্যুত হয়। শুক্রবার (২৪ ফেব্রুয়ারি) বিকাল সাড়ে ৪টার দিকে বগিগুলো উদ্ধার করলে স্বাভাবিক হয় ট্রেন চলাচল। শ্রীমঙ্গল রেলওয়ে থানার ওসি মো. আবু বকর সিদ্দিকী গনমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেন।
দুর্ঘটনা কবলিত এই ট্রেনের যাত্রী ছিলেন অর্থ ও পরিকল্পনা প্রতিমন্ত্রী এম এ মান্নানও। পরে পুলিশ প্রতিমন্ত্রীকে গাড়িতে করে নিরাপদে ঢাকায় পৌঁছে দেয়।
এদিকে, উপবন ট্রেনের ১১টি বগি লাইনচ্যুত হওয়ায় ঘটনায় পাঁচ সদস্যর তদন্ত কমিটি গঠন করা হয়েছে। কমিটির প্রধান করা হয়েছে বিভাগীয় ট্রান্সপোটেশন অফিসার মো. শফিকুর রহমানকে। এই কমিটিকে তিন দিনের মধ্যে বিভাগীয় রেলওয়ে ব্যবস্থাপকের (ঢাকা) নিকট তাদের তদন্ত প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে।
Leave a Reply