সংবাদ শিরোনাম :
শুল্ক ফাঁকির শতাধিক বিলাসবহুল গাড়ি এখন সিলেটে! দুবাইয়ে চাকরি দেয়ার কথা বলে টাকা আত্মসাত ॥ ৬ জনের বিরুদ্ধে মামলা অবশেষে আবর্জনামুক্ত হচ্ছে হবিগঞ্জ শহরে আধুনিক স্টেডিয়ামের পাশ হবিগঞ্জে পুলিশের সঙ্গে জামায়াত নেতাকর্মীদের ধাওয়া-পাল্টা ধাওয়া শহীদ বুদ্ধিজীবীদের প্রতি রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রীর শ্রদ্ধা অপরাধ কর্মকাণ্ড রোধে সতর্ক পুলিশ শাহজীবাজার মাজারে প্রশাসনের আদেশ অমান্য করে কাফেলার আয়োজন সংবাদ প্রকাশের পর গার্নিং পার্কে মিনি পতিতালয়ের সন্ধান ডিবির অভিযানে ৫ কলগার্লসহ ৩ খদ্দর আটক কোরেশনগরে হোটেল যুবরাজ থেকে লাশ উদ্ধার ক্রোয়েশিয়াকে হারিয়ে ফাইনালে আর্জেন্টিনা ছেলের বিয়ের দাওয়াতে বের হয়ে বাড়ি ফেরা হলো না মায়ের
সিনেমা হলে ফেসবুক বন্ধুর হাতে ধর্ষণের শিকার তরুণী

সিনেমা হলে ফেসবুক বন্ধুর হাতে ধর্ষণের শিকার তরুণী

হায়দরাবাদ: ফেসবুকে আলাপ৷ সেখান থেকে বাড়ে ঘনিষ্টতা৷ সেই সূত্র ধরে ফেসবুক বন্ধুর সঙ্গে দেখা করবে বলে ঠিক করে বছর ১৯ এর এক তরুণী৷ দিনক্ষণও ঠিক হয়৷ চলতি সপ্তাহে সোমবার ইন্দিরা পার্কে দেখা করার পর দু’জনে মিলে সিনেমাও দেখতে যায়৷ তখনও তরুণী জানত না বন্ধুর আড়ালে লুকিয়ে রয়েছে এক ধর্ষক৷ হলে যাওয়ার পরই বেরিয়ে আসে বন্ধুর আসল চেহারা৷ সিনেমা হলের ভিতর তরুণীকে ধর্ষণ করে চম্পট দেয়৷ কিন্তু পরে পুলিশের জালে ধরা পড়ে৷

হায়দরাবাদের পুলিশ জানিয়েছে, ধৃতের নাম কান্দাকাতলা বৃক্ষসাপতি৷ বয়স ২৩ বছর৷ সে নির্মীয়মাণ কর্মী৷ কয়েকদিন আগে সোশ্যাল মিডিয়া সাইট মারফত ওই তরুণীর সঙ্গে আলাপ হয় তার৷ এরপর তারা দেখা করবে বলে ঠিক করে৷ সোমবার দু’জনে ইন্দিরা মলে যাওয়ার পর সিনেমা দেখবে বলে হলে যায়৷

হলে বেশি লোক না থাকায় তার সুযোগ নেয় অভিযুক্ত৷ এরপরই তরুণীকে কিছুর অছিলায় ব্যালকনিতে নিয়ে যায়৷ সেখানে নিয়ে গিয়ে তাকে ধর্ষণ করে বলে অভিযোগ৷ কোনক্রমে সেখান থেকে বেরিয়ে আসে ওই তরুণী৷ পরে তার অভিযোগের ভিত্তিতে পুলিশ মামলা রুজু করে৷ নির্যাতিতার মেডিকেল টেষ্টও করিয়েছে পুলিশ৷ তার অভিযোগের ভিত্তিতে বুধবার অভিযুক্তকে গ্রেফতার করে পুলিশ৷ বর্তমানে সে জেল হেফাজতে আছে৷ অন্যদিকে সিনেমা হল মালিকের বিরুদ্ধে একটি মামলা রুজু করেছে পুলিশ৷

কয়েকদিন আগেই ধর্ষণের কারণে প্রচারের আলোয় চলে আসে হায়দরাবাদ শহর৷ মায়ের প্রেমিক দিনের পর দিন ১৫ বছরের এক কিশোরীকে লাগাতার ধর্ষণ করে৷ ব্যাপারটি জানাজানি হওয়ার পর মেয়েটির মা পুলিশ স্টেশনে গিয়ে প্রেমিকের বিরুদ্ধে অভিযোগ জানায়৷ অভিযুক্তকেও গ্রেফতার করে পুলিশ৷

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published.

কপিরাইট © 2017 Lokaloy24
Desing & Developed BY ThemesBazar.Com