সংবাদ শিরোনাম :
১০ম গ্রেড বাস্তবায়নের দাবিতে হবিগঞ্জে কর্মবিরতি অস্তিত্ব সংকটে পড়েছে হবিগঞ্জের অধিকাংশ নদ নদী শায়েস্তাগঞ্জে মালবাহী ট্রেনের নিচে কাটা পড়ে যুবকের মৃত্যু শ্রীমঙ্গলে ১০ কেজি গাঁজাসহ সুজাতপুরের যুবক আটক নতুন আঙ্গিকে ও নতুন সময়ে একুশে সংবাদ সিলেটি শিক্ষার্থীদের ইংল্যান্ডে পড়তে যেতে হলে যা জানতে হবে ড্রোন ধ্বংস করল ইরান, নিরাপদে আছে ইসফাহানের পারমাণবিক স্থাপনা হাফিজা-দিদার ফাউন্ডেশনের উদ্যোগে দরিদ্র অসহায় লোকের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ নবীগঞ্জে তাহসিন হত্যার প্রধান আসামী মান্না গ্রেফতার পৈলারকান্দির ফেরেঙ্গীটিলা গ্রামে ১৪৪ ধারা অমান্য করে জায়গা দখলের পায়তারা
সারাদেশে উৎসবমুখর পরিবেশে বই উৎসব: বিনামূল্যে পাঠ্যপুস্তক বিতরণ

সারাদেশে উৎসবমুখর পরিবেশে বই উৎসব: বিনামূল্যে পাঠ্যপুস্তক বিতরণ

  • সারাদেশে উৎসবমুখর পরিবেশে প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে বিনামূল্যে পাঠ্যপুস্তক বিতরণ করা হয়েছে। এ উপলক্ষে শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে বর্ণাঢ্য আয়োজন করা হয়। বছরের শুরুতেই নতুন বইয়ের গন্ধে আনন্দে ভাসছে শিক্ষার্থীরা।

নতুন বছরে নতুন শ্রেণীতে ওঠার উচ্ছ্বাস আর নতুন বইপ্রাপ্তির আনন্দ দুয়ে মিলে খুশির বন্যা বয়ে গেছে দেশের প্রতিটি স্কুলে। শিশু-কিশোর শিক্ষার্থীরা খালি হাতে স্কুলে এসেছে, আর নতুন ঝকঝকে বই নিয়ে ঘরে ফিরেছে।

গোপালগঞ্জ- সোমবার বেলা ১২ টায় জেলা শহরের এস এম মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে বই উৎসবের উদ্বোধন করেন জেলা প্রশাসক মোহাম্মদ মোখলেসুর রহমান সরকার।
জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মোঃ মাসুদ ভূইয়ার সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় অন্যান্যের মধ্যে সহকারী জেলা শিক্ষা কর্মকর্তা সুকুমার মিত্র, স্কুল কমিটির সভাপতি রফিকুল ইসলাম মিটু প্রমুখ বক্তব্য রাখেন । পরে অতিথিবৃন্দ শিশুদের হাতে বিনামূল্যের সরকারী নতুন বই তুলে দেন।
জেলায় প্রাথমিক ও মাধ্যমিক বিদ্যালয়সহ প্রায় ১২শ শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের মাধ্যে নতুন বই বিতরণ কার্যক্রম আনুষ্ঠানিকতার মধ্য দিয়ে শুরু হয়। নতুন বই হাতে পেয়ে কোমলমতি শিশুরা উচ্ছাস প্রকাশ করে।

খাগড়াছড়ি: খাগড়াছড়ি পার্বত্য জেলায় এ বছর ৭০৫টি প্রাথমিক বিদ্যালযে ৪ লাখ ৯৮হাজার ২৪২ পাঠ্যপুস্তক বিতরণ করা হয়েছে। বছরের প্রথম দিনে খাগড়াছড়িতে উৎসবমূখর পরিবেশে প্রাথমিক বিদ্যালয়ের কোমলমতি শিক্ষার্থীদের হাতে পাঠ্যপুস্তক তুলে দেওয়া হয়।
সোমবার (১জানুয়ারি) দুপুরে জেলা সদরের কুকিছড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠে পাঠ্যপুস্তক বিতরণ অনুষ্ঠানের শুভ উদ্বোধন করেন, পার্বত্য চট্রগ্রাম টাস্কফোর্স চেয়ারম্যান কুজেন্দ্রলাল লাল ত্রিপুরা এমপি।
এসময় খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান কংজরী চৌধুরী, জেলা প্রশাসক মো: রাশেদুল ইসলাম, পুলিশ সুপার আলী আহমেদ খান, জেলা পরিষদ সদস্য মংক্যচিং চৌধুরী, সদর উপজেলা চেয়ারম্যান চঞ্চুমণি চাকমা, জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা ফাতেমা মেহের ইয়াসমিন ও উপজেলা রিসোর্স অফিসার রিন্টু কুমার চাকমা উপস্থিত ছিলেন।

নওগাঁ: সোমবার উপজেলার রাণীনগর উচ্চ বালিকা বিদ্যালয় প্রাঙ্গনে নির্বাহী কর্মকর্তা সোনিয়া বিনতে তাবিরের সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন স্থানীয় সংসদ সদস্য মো: ইসরাফিল আলম।
এছাড়াও উপস্থিত ছিলেন, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা শেখ মো: আব্দুল্লাহ আল মামুন, উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো: মজনুর রহমান, উপজেলা পরিষদ ভাইস চেয়াম্যান অধ্যক্ষ হারুনুর রশিদ, রাণীনগর থানার ওসি এএসএম সিদ্দুকুর রহমান, উপজেলা আ’লীগের সাধারন সম্পাদক মো: মফিজ উদ্দিন প্রাং, মাহিলা অনার্স (ডিগ্রি) কলেজের উপাধ্যক্ষ চন্দ্রন কুমার মহন্ত, রাণীনগর পাইলট মডেল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুস সোবাহান মৃধা।

আখাউড়া (ব্রাক্ষণবাড়িয়া)– সকাল ১১টায় পৌর শহরের নাছরিন নবী মডেল সরকারী প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষার্থীদের হতে নতুন বই তুলে দিয়ে আনুষ্ঠানিক ভাবে বই উৎসবের উদ্ধোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ শামসুজ্জামান।
এসময় উপস্থিত ছিলেন উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো. আব্দুল আলীম রানা, সহকারী প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো,লুৎফুর রহমান, শিক্ষানুরাগী মো. মনির হোসেন, প্রধান শিক্ষক মোছা: হাসিনা বেগম প্রমূখ।
পরে নাছরিন নবী পাইলট উচ্চ বালিকা বিদ্যালয় ও কলেজে শিক্ষার্থীদের হতে নতুন পুস্তক তুলে দিয়ে আনুষ্ঠানিক ভাবে বই উৎসবের উদ্ধোধন করা হয়। উদ্ধোধন অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ শামসুজ্জামান।
অনুষ্ঠানে বক্তব্য রাখেন আখাউড়া পৌরসভা মেয়র ও বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি তাকজিল খলিফা কাজল, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. শওকত আকবর খান প্রমূখ।

নন্দীগ্রাম (বগুড়া)- উপজেলা নির্বাহী অফিসার মোসা. শরীফুন্নেছার সভাপতিত্বে অনুষ্ঠিত বই বিতরণ অনুষ্ঠানে বক্তব্য রাখেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান নুরুল ইসলাম মন্ডল, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আনিছুর রহমান, উপজেলা ভাইস চেয়ারম্যান একে আজাদ, মহিলা ভাইস চেয়ারম্যান জান্নাতুল ফেরদৌস লিপি, উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার নজরুল ইসলাম, মাধ্যমিক শিক্ষা অফিসার একরামুল হক সরকার।
এসময় নন্দীগ্রাম পাইলট উচ্চ বিদ্যালয়ের সবেক প্রধান শিক্ষক শফি উদ্দিন, নন্দীগ্রাম মডেল সরকারী প্রাথামিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোবারক আলী, পাইলট উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক গিরিশ চন্দ্র সহ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটি, শিক্ষক ও ছাত্র-ছাত্রীরা উপস্থিত ছিলেন।

নড়াইল- দক্ষিন নড়াইল মডেল প্রাথমিক বিদ্যালয়ে সদর উপজেলা শিক্ষা কর্মকর্তা আবু হেনা মোস্তফার সভাপতিত্বে প্রধান অতিথি জেলা প্রশাসক মো: এমদাদুল হক চৌধুরী শিক্ষার্থীদের হাতে বই তুলে দেন।
অনুষ্ঠানে প্রধান বক্তা ছিলেন নড়াইল জেলা আওয়ামী লীগের সভাপতি ও জেলা পরিষদের প্রশাসক এ্যাডভোকেট সুবাস চন্দ্র বোস, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সদর উপজেলা নির্বাহী অফিসার,জেলা প্রাথমিক শিক্ষা অফিসার। এছাড়া স্কুলের শিক্ষক,অভিবাবক ও ছাত্রছাত্রী উপস্থিত ছিলেন।
এর আগে প্রধান অতিথিরা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়,শহর সরকারী প্রাথমিক বিদ্যালয়, সরকারি বালক উচ্চ বিদ্যালয়, পৌর মাধ্যমিক বিদ্যালয় ছাড়াও বরাশুলাশিশু সদন ক্যাডেট মাধ্যমিক বিদ্যালয়, রূপগঞ্জ বালিকা বিদ্যালয়, নড়াইল ইসলামিয়া ফাজিল মাদ্রাসার,পিবিএম মাধ্যমিক বিদ্যালয়সহ জেলার বিদ্যালয় সমূহে বই বিতরন করা হয়।
লোহাগড়ায় ও নতুন বই বিতরন করা হয়েছে। সকালে লোহাগড়া পাইলট উচ্চ বিদ্যালয়, লোহাগড়া মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়, লক্ষিপাশা আদর্শ উচ্চ বিদ্যালয় ,আর এল পাশা সরকারি প্রাথমিক বিদ্যালয় সহ উপজেলার সকল স্কুলে বই বিতরন করা হয়েছে।
সকালে লক্ষিপাশা আদর্শ উচ্চ বিদ্যালয় এবং আর এল পাশা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে উপজেলা নির্বাহী অফিসার মনিরা পারভীনের সভাপতিত্বে প্রধান অতিথি নড়াইল-২ আসনের সংসদ সদস্য শেখ হাফিজুর রহমান শিক্ষার্থীদের হাতে বই তুলে দেন,এ সময় ছিলেন স্কুলের প্রধান শিক্ষক হাসানুজ্জামান,অভিবাবক জাহিদুল ইসলাম সহ শিক্ষক ছাত্রছাত্রী ও অভিবাবক।

চিরিরবন্দর (দিনাজপুর)- দিনাজপুরের চিরিরবন্দর মডেল পাইলট উচ্চ বিদ্যলয়ে উপজেলা নির্বাহী অফিসার মোঃ গোলাম রব্বানী প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে শিক্ষার্থীদের মাঝে বিনামূল্যের বই বিতরণ করেন।
বিদ্যালয় সভাপতি মোঃ আজিম উদ্দীন সরকার গোলাপের সভাপতিত্বে বই বিতরণ অনুষ্ঠানে বক্তব্য রাখেন উপজেলা আওয়ামীলীগ সভাপতি আলহাজ্ব আইয়ুবুর রহমান শাহ, সাধারণ সম্পাদক অধ্যক্ষ আহসানুল হক মুকুল, বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক সুভাষ চন্দ্র রায়।
এ সময় চিরিরবন্দর থানার অফিসার ইনচার্জ মোঃ হারেসুল ইসলাম, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ মঞ্জুরুল হক, বিদ্যালয়ের সকল শিক্ষক শিক্ষিকাবৃন্দ, অভিভাবকবৃন্দ ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
এছাড়া উপজেলার সকল সরকারী প্রাথমিক বিদ্যালয়, মাধ্যমিক বিদ্যালয় ও মাদরাসাসহ প্রায় ৩’শ শিক্ষা প্রতিষ্টানে বই বিতরণ উৎসব পালিত হয়েছে।

লক্ষ্মীপুর- সোমবার সকালে লক্ষ্মীপুর আদর্শ সামাদ সরকারি উচ্চ বিদ্যালয়ে স্থানীয় সংসদ সদস্য একেএম শাহজাহান কামাল পাঠ্যপুস্তক বিতরণ কর্মসূচির উদ্বোধন করেন।
বিদ্যালয়ের (ভারপ্রাপ্ত) প্রধান শিক্ষক উত্তম কুমার ভৌমিকের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন, লক্ষ্মীপুর জেলা প্রশাসক হোমায়রা বেগম, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ নুরুজ্জামান সহ বিদ্যালয়ের শিক্ষক শিক্ষার্থীরা।
এছাড়া পৌর শহীদ স্মৃতি একাডেমী, আজিম শাহ উচ্চ বিদ্যালয়সহ কয়েকটি শিক্ষা প্রতিষ্ঠানে পৌর মেয়র আলহাজ্ব আবু তাহের কোমলমতি শিক্ষার্থীদের হাতে নতুন বই তুলে দেন। এসময় জেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা সরিৎ কুমার চাকমা উপস্থিত ছিলেন। এদিকে নতুন বই হাতে পেয়ে আনন্দে উচ্ছসিত হয়ে উঠেন শিক্ষার্থীরা।

ফুলবাড়ী (কুড়িগ্রাম)- সোমবার দুপুর ১২ টায় বই উৎসব কর্মসূচি আয়োজন করেন উপজেলা প্রশাসন। কালিরহাট সরকারী প্রাথমিক বিদ্যালয়ের মাঠে নতুন বছরের প্রথম দিনেই র্দীঘ ৭০ বছর পর দাসিয়ারছড়ার কোমলমতি শিক্ষার্থীদের হাতে বই তুলে দিচ্ছেন প্রধান অতিথি অতিরিক্ত জেলা প্রশাসক আশরাফুল ইসলাম।
এ সময় উপজেলা নির্বাহী অফিসার দেবেন্দ্র নাথ উরাঁও,উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার স্বপন কুমার অধিকারী,উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক গোলাম রব্বানী সরকার,সদর ইউপি চেয়ারম্যান হারুণ-অর-রশিদ,ছিটমহল আন্দোলন নেতা আলতাফ আলী,নুর আলম মাষ্টার প্রমূখ উপস্থিত ছিলেন। দীর্ঘ ৭০ বছর পর নাতনির হাতে নতুন বই দেখে আনন্দে কেঁধে ফেলেন আজগার আলী(৮০)।


রাজশাহী- রাজশাহী চারঘাট উপজেলায় নতুন বছরে নতুন বই উৎসবে মেতে উঠেছে শিক্ষার্থীরা। ইউএনও আশরাফুল ইসলাম উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে বই বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।
সোমবার সকালে চারঘাট পাইলট ও সারদা সরকারী পাইলট উচ্চ বিদ্যালয়ে শিক্ষর্থীদের মাঝে বই বিতরণ করেন এবং দিক নির্দেশনা মূলক বক্তিতার সময় বলেন, বর্তমান সরকারের সু-দৃষ্টির কারনে বছরের শুরুতেই বিনামূল্যে বই শিক্ষার্থীদের হাতে পৌছে যাচ্ছে। এ উপজেলায় মাধ্যমিক শিক্ষার্থীদের ২লক্ষ৭৪হাজার ৯৮৫টি এবং প্রাথমিকদের প্রায় ১লক্ষ বই বিতরণ করা হয়েছে।

ফুলবাড়ী (দিনাজপুর)– দিনাজপুর ফুলবাড়ী তেঁতুলিয়া সরকারী প্রাথমিক বিদ্যালয়ে সোমবার সকাল ১১টায় বিদ্যালয় মাঠে বার্ষিক ফলাফল ঘোষনা শেষে বিদ্যালয় ব্যাবস্থাপনা কমিটির সভাপতি প্রকৌশলী রেজওয়ানুল হক কৃতি শিক্ষার্থীদের মাঝে পুরুস্কার তুলে দেন।
সরকারী ঘোষনা অনুযায়ী সারাদেশের ন্যায় অত্র,বিদ্যালয়ে ছাত্র/ছাত্রীদের মাঝে নতুন বই বিতরণ করা হয়। এ সময় বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ হারিছুল ইসলাম, সহ শিক্ষক শিক্ষিকা ছাত্র/ছাত্রীদের অভিভাবকগণ উপস্থিত ছিলেন।

সাতক্ষীরা- সোমবার সকালে সাতক্ষীরা সরকারী বালক উচ্চ বিদ্যালয়ে জেলা প্রশাসক আবুল কাশেম মোঃ মহিউদ্দীনের সভাপতিত্বে বই বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বই বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন সাতক্ষীরা সদর আসনের সংসদ সদস্য মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবি।
এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা মাধ্যমিক শিক্ষা অফিসার এস এম সাইদুর রহমান, জেলা প্রাথমিক শিক্ষা অফিসার অহিদুল আলম, সরকারী বালক উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা মনোয়ারা খাতুন, সরকারী বালিকা উচ্চ বিদ্যালয়ে প্রধান শিক্ষক আব্দুল্লাহ আল মামুন প্রমুখ। এদিকে, সাতক্ষীরা সিলভার জুবলি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রাথমিক স্তরের বই বিতরণ কার্যক্রমের উদ্বোধন করা হয়।

সাপাহার (নওগাঁ): বিভাগীয় শ্রেষ্ঠ প্রতিষ্ঠান মডেল সরকারী প্রাথমিক বিদ্যালয় মাঠে সকাল ১০টার দিকে শিক্ষা মন্ত্রণালয়ের উদ্যোগে আয়োজিত এই উৎসবের প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে উদ্বোধন করেন উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব শামসুল আলম শাহ চৌধুরী।
অপরদিকে সকাল সাড়ে ১০টায় ঐতিহ্যবাহী পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে প্রধান শিক্ষক সাজেদুল আলমের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে শিক্ষার্থীদের হাতে নতুন বই তুলে দেন উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব শামসুল আলম শাহ চৌধুরী।
সোনাগাজী (ফেনী)- সোমবার সকাল ৯টায় সোনাগাজীর বালিকা পাইলট উচ্চ বিদ্যালয়ে আনুষ্ঠানিকভাবে বই বিতরণ উদ্বোধন করা হয়। এর পর পর্যায়ক্রমে সোনাগাজী মোহাম্মদ ছাবের সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় সহ সকল প্রাথমিক ও মাধ্যমিক বিদ্যালয় এবং মাদ্রাসাগুলোতে ব্যাপক উৎসাহ উদ্দীপনার মাধ্যমে বিতরণ করা হয়।
বই বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সোনাগাজী উপজেলা পরিষদের চেয়ারম্যান জেডএম কামরুল আনাম, সোনাগাজী উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ মিনহাজুর রহমান, সোনাগাজী পৌরসভার মেয়র ও উপজেলা আ’লীগের সাধারন সম্পাদক এডভোকেট রফিকুল ইসলাম খোকন, সহকারি কমিশনার (ভূমি) মোহাম্মদ নিজাম উদ্দিন, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার আল মমিন, সোনাগাজী উপজেলা ভাইস চেয়ারম্যান আজিজুল হক হিরণ, মহিলা ভাইস চেয়ারম্যান জোবেদা নাহার মিলি, উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার আঞ্জুমান আরা বেগম প্রমূখ।

তানোর (রাজশাহী): সোমবার সকাল সাড়ে দশটায় তানোর উপজেলা মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়, তানোর পাইলট উচ্চ বিদ্যালয় ও তানোর বালিকা উচ্চ বিদ্যালয়ে শিক্ষার্থীদের মাঝে নতুন বই বিতরণ অনুষ্ঠানে উপজেলা নির্বাহী কর্মকর্তা মুহা. শওকাত আলীর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান এমরান আলী মোল্লা।
এসময় উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার আব্দুল্যাহ আল মামুন, উপজেলা শিক্ষা কর্মকর্তা শামীম আহম্মেদ খান, উপজেলা সহকারী মাধ্যমিক কর্মকর্তা শামীমা খাতুন, ইউআরসি ইন্সট্রাক্টর শাহাদত হোসেন,তানোর উপজেলা মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রধান শিক্ষক রোকসানা পারভীন, তানোর পাইলট উচ্চ বিদ্যালয় প্রধান শিক্ষক আয়ূউব আলী,তানোর বালিকা উচ্চ বিদ্যালয় ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক সাইদুর রহমানসহ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সদস্য, অভিভাবক, সাংবাদিক ও ছাত্র-ছাত্রীবৃন্দ।

নবীগঞ্জ প্রতিনিধি- সোমবার সকাল ১১ টায় সারা দেশের ন্যায় নবীগঞ্জে বিনা মূল্যে বই বিতরন করা হয়েছে। নতুন বছরের প্রথম দিনে উৎসবমূখর পরিবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে কোমলমতি শিশুদের হাতে উপহার হিসেবে বই তুলে দিয়ে বই বিতরন উৎসবের উদ্বোধন করেন নবীগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান এডভোকেট আলমগীর চৌধুরী।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- উপজেলা নির্বাহী কর্মকর্তা তৌহিদ-বিন হাসান, নবীগঞ্জ পৌরসভার সাবেক মেয়র অধ্যাপক তোফাজ্জল ইসলাম চৌধুরী, উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক সাইফুল জাহান চৌধুরী, পৌরসভার প্যানেল মেয়র এটিএম সালাম, মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ সাদেক হোসেন খান, প্রাথমিক শিক্ষা অফিসার আব্দুর রাজ্জাক, সহকারী শিক্ষা অফিসার খোরশেদুল আলম প্রমুখ।

চাঁপাইনবাবগঞ্জ- সোমবার সকাল সাড়ে নয়টায় শহরের মডেল সরকারী প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে প্রধান অতিথি হিসেবে জেলাব্যাপী বই উৎসবের উদ্বোধন করেন জেলা প্রশাসক মাহমুদুল হাসান।
বিদ্যালয় ব্যবস্থাপনা কমিটি (এসএমসি) সভাপতি আনোয়ার হোসেনের সভাপতিত্বে এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য দেন, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আলমগীর হোসেন, জেলা শিক্ষা অফিসার আব্দুল লতিফ,জেলা প্রাথমিক শিক্ষা অফিসার আব্দুল কাদের,সদর উপজেলা শিক্ষা অফিসার নাজমা খাতুন।
চাঁপাইনবাবগঞ্জ প্রাথমিক শিক্ষা বিভাগ আয়োজিত অনুষ্ঠানটি সঞ্চালনা করেন বিদ্যালয় প্রধান শিক্ষক মারুফুল হক। অনুষ্ঠানে বক্তরা বছরের প্রথম দিনে বই উৎসবকে সরকারের বিরাট সাফল্য হিসেবে বর্ণনা করেন।

দিনাজপুর- বছরের প্রথম দিনে দিনাজপুরে বই উৎসব’২০১৮ এ প্রায় ৫০ লাখ শিক্ষার্থী’র মাঝে বই বিতরণ করা হয়েছে।
দিনাজপুর সরকারী বালিকা উচ্চ বিদ্যালয়ে আজ সোমবার সকালে বই উৎসব’২০১৮ এর উদ্বোধন করেন,দিনাজপুরের ভারপ্রাপ্ত জেলা প্রশাসক মো. গোলাম রাব্বী।
স্কুলের প্রধান শিক্ষক লায়লা হাসিনা বানু’র সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন, জেলা শিক্ষা অফিসার মো. রফিকুল ইসলাম,সহকারী প্রধান শিক্ষক বাসুদেবসহ অন্যরা।

কাউখালী (পিরোজপুর)- কাউখালী উপজেলা চেয়ারম্যান এস এম আহসান কবীর, উপজেলা নির্বাহী অফিসার ইসরাত জাহান, উপজেলা ভাইস চেয়ারম্যান কামরুজ্জামান মিঠু, নারী ভাইস চেয়ারম্যান ফাতেমা ইসমিন পপি, উপজেলা আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মোঃ মনিরুজ্জামান পল্টন, সাংগঠনিক সম্পাদক সুনীল কুন্ডু, উপজেলা ছাত্রলীগের সভাপতি মোঃ মৃদুল আহম্মেদ সুমন সোমাবর সকালে কাউখালী সরকারি বালক বিদ্যালয় ও এসবি বালিকা বিদ্যালয় সহ উপজেলার বিভিন্ন স্কুলে শিক্ষার্থীদের হাতে বই তুলে দেন এবং ২০১৮ শিক্ষাবর্ষের বিনামূল্যে পাঠ্যপুস্তক বিতরণ কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করেন।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published.

কপিরাইট © 2017 Lokaloy24
Desing & Developed BY ThemesBazar.Com