সংবাদ শিরোনাম :
সাতক্ষীরায় পুলিশ কনস্টেবল নিয়োগে ১১ লাখ টাকা লেনদেনের সময় আটক ২

সাতক্ষীরায় পুলিশ কনস্টেবল নিয়োগে ১১ লাখ টাকা লেনদেনের সময় আটক ২

সাতক্ষীরায় পুলিশ কনস্টেবল নিয়োগে ১১ লাখ টাকা লেনদেনের সময় আটক ২
সাতক্ষীরায় পুলিশ কনস্টেবল নিয়োগে ১১ লাখ টাকা লেনদেনের সময় আটক ২

সাতক্ষীরা প্রতিনিধি: সাতক্ষীরায় পুলিশ কনস্টেবল নিয়োগে টাকা লেনদেনের সময় ১১ লাখ টাকাসহ এক প্রতারক ও এক চাকুরী প্রার্থীকে আটক করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)।

গতকাল মঙ্গলবার রাতে সাতক্ষীরা শহরের বকচরা এলাকার মৎস অফিসের সামনে থেকে তাদেরকে আটক করা হয়।

আটককৃতরা হলেন, সাতক্ষীরার বল্লী এলাকার আবুল হোসেনের ছেলে আসাদুজ্জামান (প্রতারক) ও নারায়নপুর এলাকার হাবীবুর রহমানের ছেলে দেলোয়ার হোসেন (চাকুরী প্রার্থী)।

সাতক্ষীরা পুলিশ সুপার সাজ্জাদুর রহমান বলেন, পুলিশ কনস্টেবল নিয়োগে অনিয়ম এড়াতে, সৎ, যোগ্য পুলিশ সদস্য তৈরি করতে মাত্র ১০০ টাকায় চাকরি দেওয়ার ঘোষণা দেওয়া হয়। জনসচেতনতায় সাতক্ষীরা জেলার সকল স্থানে মাইকিংও করা হয়। স্বচ্ছভাবে নিয়োগ কর্যক্রম শেষ করতে পুলিশের বিশেষ টিম কাজ করছে।

এরই ধারাবাহিকতায় অবৈধ লেনদেন হচ্ছে এমন গোপন সংবাদের ভিত্তিতে গোয়েন্দা পুলিশের একটি বিশেষ টিম বকচরা এলাকার মৎস অফিসের সামনে অভিযান চালিয়ে ১১ লাখ টাকাসহ চাকুরী প্রার্থী এক প্ররতারককে আটক করা হয়। তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published.

কপিরাইট © 2017 Lokaloy24
Desing & Developed BY ThemesBazar.Com