স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ জেলা পুলিশ সুপার এসএম মুরাদ আলি সাংবাদিকদের সাথে মতবিনিময় সভা করেছেন। গতকাল রবিবার দুপুরে পুলিশ লাইনে এ সভা অনুষ্ঠিত হয়। এ সময় উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার শৈলেন চাকমা, মাফরোজা আক্তার শিমুল, পলাশ চন্দ্র দেব, সদর থানার ওসি গোলাম মর্তুজা, নবীগঞ্জ থানার ওসি ডালিম আহমেদ, বানিয়াচং থানার ওসি অজয় চন্দ্র দেব, আজমিরীগঞ্জ থানার ওসি মাসুক আলী, শায়েস্তাগঞ্জ থানার ওসি নাজমুল হক কামাল, চুনারুঘাট থানার ওসি আলী আশরাফ, মাধবপুরের ওসি আব্দুর রাজ্জাক প্রমুখ। বক্তব্য রাখেন, আজমিরীগঞ্জ থানার ওসি মাসুক আলী। সাংবাদিকদের মাঝে উপস্থিত ছিলেন, প্রেসক্লাব সভাপতি রাসেল চৌধুরী, সাধারণ সম্পাদক রাশেদ আহমদ খান, সাবেক সভাপতি ফজলুর রহমান, শোয়েব চৌধুরী, মোহাম্মদ নাহিজ ও রুহুল হাসান শরীফসহ মাঠ পর্যায়ের প্রায় অর্ধশতাধিক সাংবাদিক।
পুলিশ সুপার এসএম মুরাদ আলি বলেন, তথ্য আইনে একজন সাংবাদিককে সব সময় তথ্য দিয়ে সহযোগিতা করতে হবে। কোনো সাংবাদিক তার প্রয়োজনে কোনো পুলিশ সদস্যদের কাছে তথ্য চাইলে অপারগতা প্রকাশ করা যাবে না। ক্ষেত্র বিশেষে উর্ধ্বতন কর্তৃপক্ষের সাথে আলোচনা করে হলেও তথ্য প্রদান করতে হবে। তিনি আরও বলেন, পুলিশ ও সাংবাদিকদের কর্মক্ষেত্র আলাদা হলেও তারা একে অপরের পরিপূরক। বস্তুত তারা তাদের বস্তুনিষ্ট লেখনীর মাধ্যমেই অপরাধমূলক ঘটনা তুলে ধরেন বলেই পুলিশ তাদের কর্মকান্ডে উৎসাহ পায়। এ জন্য তথ্য দিয়ে সকল সাংবাদিকদের সহযোগিতা করতে তিনি সকল থানার ওসিদের নির্দেশনা দেন। অনুষ্ঠান শেষে এক প্রীতিভোজের আয়োজন করা হয়।
Leave a Reply