স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ শহরের প্রাণকেন্দ্র সদর থানার মোড়। পাশে রয়েছে জেলা পরিষদ ভবন, সার্কিট হাউজ, পুলিশ সুপার ও জেলা প্রশাসকের বাসভবনসহ বিভিন্ন সরকারি অফিস। কিন্তু সামান্য বৃষ্টি হলেই সদর থানার সামনে গোলচত্ত্বরের পাশে সড়কে হাটু পানি লেগে থাকে। ফলে ওই সড়কটি ভেঙ্গে চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে। প্রতি বছর একবার করে ওই সড়কটি সংস্কার করা হলেও স্থানটি নিচু হওয়ায় পানি জমে থাকে। কিছুদিন আগে সড়কের কাজের সময় ড্রেন নির্মাণ হলেও তা এখন আর কাজে আসছে না। গত শুক্রবার সকালের দিকে গুড়ি গুড়ি বৃষ্টি হয়। এরপর থেকে ওই স্থানে হাটু পানি জমে আছে। কিন্তু পানি নিষ্কাষন হচ্ছে না। প্রতিদিন ওই সড়ক দিয়ে লাখ লাখ মানুষ ও যানবাহন চলাচল করে থাকে। বিভিন্ন যানবাহন চলার কারণে গোলচত্বর থেকে শুরু করে সদর থানার গেটের সামন পর্যন্ত সড়কটি ভেঙ্গে যাচ্ছে। এ ছাড়া পানি জমে থাকায় দুগর্ন্ধের সৃষ্টি হওয়ায় মানুষজনকে ব্যবহার করতে হচ্ছে জেলা পরিষদের গেট ঘেষা উচুঁ স্থানের সড়কটি। গতকাল শনিবার দুপুরে বৃষ্টি না হলেও সরেজমিনে গিয়ে দেখা যায় হাটু পানি জমে থাকতে। এ বিষয়ে জরুরি ভিত্তিতে ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন সাধারণ মানুষ।
Leave a Reply