স্টাফ রিপোর্টার ॥ নবনির্মিত হবিগঞ্জ সদর উপজেলামুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবনের উদ্বোধন করেছেন সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট মোঃ আবু জাহির। গতকাল আনুষ্ঠানিকভাবে ভবনটির উদ্বোধনী ফলক উন্মোচন করে মোনাজাতে অংশ নিয়েছেন তিনি। স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) তত্ত্বাবধানে ২ কোটি ১৭ লাখ টাকা ব্যয়ে তিন তলা এ ভবনটি নির্মিত হয়েছে। উদ্বোধন শেষে এমপি আবু জাহির নতুন ভবনটি ঘুরে দেখেন ও সেখানে দ্রুত বিদ্যুৎ সংযোগ প্রদানের জন্য বিদ্যুৎ বিভাগে দায়িত্বরতদের নির্দেশনা দেন। এ সময় আরও উপস্থিত ছিলেন এলজিইডি হবিগঞ্জের নির্বাহী প্রকৌশলী মোঃ আব্দুল বাছির, হবিগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক রাশেদ আহমদ খান, এলজিইডির সদর উপজেলা প্রকৌশলী শকিবুল হাফিজ, উপ সহকারি উপজেলা প্রকৌশলী মোঃ এমদাদুল, সদর উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার আব্দুস শহীদসহ বীর মুক্তিযোদ্ধা ও মুক্তিযোদ্ধা সন্তান কমান্ডের নেতৃবৃন্দ।
Leave a Reply