জাতীয় সংসদ থেকে: দশম জাতীয় সংসদের ২০১৮ সালের প্রথম অধিবেশন শুরু হয়েছে।
রোববার (৭ জানুয়ারি) বিকেল ৪টায় স্পিকার শিরিন শারমিন চৌধুরীর সভাপতিত্বে এ অধিবেশন শুরু হয়।
অধিবেশনের প্রথম দিনে রেওয়াজ অনুযায়ী রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ ভাষণ দেবেন।
এর আগে প্রস্তাবিত শোক প্রস্তাবের ওপর আলোচনা চলছে। শোক প্রস্তাব নিয়ে আলোচনায় কিছু সময়ের জন্য সংসদ অধিবেশন মূলতবি রাখা হবে।
এরপর সন্ধ্যায় রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ ভাষণ দেবেন।
সংসদ অধিবেশন শুরুর পর স্পিকার শিরিন শারমিন অধিবেশনের সভাপতিমণ্ডলীর পাঁচ সদস্যের নাম ঘোষণা করেন। এরা হলেন লেফটেন্যান্ট কর্নেল (অব) ফারুক খান, পঞ্চানন বিশ্বাস, বিএম মোজাম্মেল হক, ফখরুল ইমাম ও সৈয়দা সায়েরা মহসিন।
আগামী ২৮ ফেব্রয়ারি পর্যন্ত সংসদের এ অধিবেশন চলবে।
Leave a Reply