সংবাদ শিরোনাম :
মাধবপুর থেকে অপহরণের শিকার ছাত্রী ৯ দিন পর হবিগঞ্জ থেকে উদ্ধার ১০ম গ্রেড বাস্তবায়নের দাবিতে হবিগঞ্জে কর্মবিরতি অস্তিত্ব সংকটে পড়েছে হবিগঞ্জের অধিকাংশ নদ নদী শায়েস্তাগঞ্জে মালবাহী ট্রেনের নিচে কাটা পড়ে যুবকের মৃত্যু শ্রীমঙ্গলে ১০ কেজি গাঁজাসহ সুজাতপুরের যুবক আটক নতুন আঙ্গিকে ও নতুন সময়ে একুশে সংবাদ শহরের কিবরিয়া ব্রিজে আগুনে রেষ্টুরেন্ট, গ্যারেজসহ ব্যবসা প্রতিষ্ঠান পুড়ে ছাই সিলেটি শিক্ষার্থীদের ইংল্যান্ডে পড়তে যেতে হলে যা জানতে হবে ড্রোন ধ্বংস করল ইরান, নিরাপদে আছে ইসফাহানের পারমাণবিক স্থাপনা হাফিজা-দিদার ফাউন্ডেশনের উদ্যোগে দরিদ্র অসহায় লোকের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ
সংবাদ প্রকাশের পর গার্নিং পার্কে মিনি পতিতালয়ের সন্ধান ডিবির অভিযানে ৫ কলগার্লসহ ৩ খদ্দর আটক

সংবাদ প্রকাশের পর গার্নিং পার্কে মিনি পতিতালয়ের সন্ধান ডিবির অভিযানে ৫ কলগার্লসহ ৩ খদ্দর আটক

স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ শহরে বিভিন্ন আবাসিক হোটেল ও ফ্লাট বাসাতে দেহ ব্যবসা নিয়ে স্থানীয় পত্রিকায় সংবাদ প্রকাশের পর অভিযান চালিয়েছে পুলিশ। সংবাদ প্রকাশ হবার পর পুলিশ সুপার এসএম মুরাদ আলির নির্দেশে ডিবি পুলিশের ওসি সফিকুল ইসলামের নেতৃত্বে একদল পুলিশ শহরের গার্নিং পার্ক এলাকায় অভিযান চালিয়ে মিনি পতিতালয়ের সন্ধান পায়।
গতকাল মঙ্গলবার সকালে ওই এলাকার জনৈক জাকির হোসেনের বাসা থেকে অভিযান চালিয়ে ৫ কলগার্লসহ ৩ খদ্দরকে আটক করা হয়। অভিযান টের পেয়ে অন্যান্য খদ্দররা পালিয়ে যায়।
আটকরা হল, মৌলভীবাজার জেলার কমলগঞ্জ উপজেলার কাটাবিল গ্রামের মৃত ছমেদ মিয়ার পুত্র খদ্দর শাকিল (২৫), একই গ্রামের আলফু মিয়ার পুত্র আরমান মিয়া (২৫), শহরের আনোয়ারপুর এলাকার আক্কাছ আলীর পুত্র বদরুল আলী (২৫), কলগার্ল মৌলভীবাজার জেলার কমলগঞ্জ উপজেলার কাটাবিল গ্রামের বর্তমানে হবিগঞ্জ শহরের রামপুর এলাকার বাসিন্দা শাকিল মিয়ার স্ত্রী নিপা আক্তার (২০) ও ব্রাহ্মণবাড়িয়া জেলার বিজয় নগর উপজেলার নাটাই গ্রামের হাবিব মিয়ার কন্যা সাথী আক্তার (২২), চম্পক নগর গ্রামের ইউনুছ আলীর কন্যা তাসপিয়া আক্তার আখি (২৫), জমসেদ ভূইয়ার কন্যা রুনা (২২), চুনারুঘাট উপজেলার ঘনশ্যামপুর গ্রামের মৃত আব্দুল মতলিবের কন্যা চক্রের সর্দার সেজিয়া আক্তার (২৫)।
এ সময় তাদের ঘর তল্লাশী করে ২৪ পিস হিরো কনডমসহ যৌন কাজে ব্যবহৃত বিভিন্ন সরঞ্জাম উদ্ধার করা হয়।
পুলিশের জিজ্ঞাসাবাদে তারা জানায় দীর্ঘদিন ধরে ওই বাসায় মিনি পতিতালয় গড়ে তোলা হয় এবং বিভিন্ন স্থান থেকে নারীদের এনে দেহ ব্যবসায় বাধ্য করা হয়। কলগার্লরা জানায়, ওই চক্র তাদের গোপন ভিডিও ধারণ করে তাদের কথামতো রাজি না হলে যোগাযোগ মাধ্যমে ছেড়ে দেয়ার হুমকি দিয়ে এসব করায়। তাদের গডফাদার রয়েছে। তারাই মূলত এসবে নেতৃত্ব দেয় এবং প্রশাসনের সদস্যদের নাম ভাঙ্গিয়ে তাদের কাছ থেকে টাকা নেয়। সেজিয়া আক্তার এ চক্রের গডফাদার। সে আরও একাধিকবার এসব কাজে জড়িত থাকার দায়ে গ্রেফতার হয়েছে।
এ ঘটনায় ডিবি পুলিশ বাদি হয়ে তাদের বিরুদ্ধে মামলা দায়ের করেছে। গতকালই তাদেরকে কোর্টের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published.

কপিরাইট © 2017 Lokaloy24
Desing & Developed BY ThemesBazar.Com