লোকালয় ডেস্কঃ মৌলভীবাজারের শ্রীমঙ্গলে আবাসিক হোটেলে অসামাজিক র্কাযলাপের সময় যুবক যুবতিকে আটক করেছে শ্রীমঙ্গল থানা পুলিশ।
শ্রীমঙ্গল থানা সুত্রে জানা যায়, রোববার (৮ এপ্রিল) ভোর সাড়ে তিনটার দিকে শ্রীমঙ্গল চৌমুহনায় অবস্তিত হোটেল স্কাই পার্ক আবাসিকে শ্রীমঙ্গল থানার একটি দল অভিযান চালান।
এসময় হোটেলের একটি কক্ষে অবস্থান করে অনৈতিক কাজে লিপ্ত থাকা অবস্তায়, সিলেটের পয়রা দরগাহ মহল্লার শহীদ মিয়ার পুত্র সোহেল আহমদ(২৭) ও নরসিংদীর জেলার দক্ষিন কান্দা এলাকার মজিবরের মেয়ে ফতেমা (২৫)কে আটক করা হয়।
Leave a Reply