লোকালয় ডেস্কঃ এক অমিত প্রতিভাধর শিল্পী ইরফান খান। মারা গেছেন মাত্র ৫৪ বছর বয়সে। বলিউডের শক্তিমান এই অভিনেতার শেষ সময়ের ইচ্ছে ছিল- মায়ের মায়াবিণী মুখের হাসি অন্তত একটি বার দেখার। কিন্তু না, সেই ইচ্ছে পূরণ হলো না।
বুধবার সকালে তিনি মুম্বাইয়ের কোকিলাবেন ধিরুবাই আম্বানি হাসপাতালে মারা যান। সেখানেই কোলন ইনফেকশন সমস্যা নিয়ে আইসিইউতে ভর্তি ছিলেন তিনি। এর আগেই মারা যান তার মা সাইদা বেগম (৯৫)। শনিবার সকালে জয়পুরে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি।
জানা গেছে, অসুস্থতার জন্যই মায়ের শেষকৃত্যে যেতে পারেননি অভিনেতা। ব্রেনে টিউমার নিয়ে বেশ কয়েক বছর ধরে লড়াই করেছেন তিনি। সুস্থ হয়ে ‘আংরেজি মিডিয়াম’ সিনেমার মধ্যে দিয়ে কামব্যাকও করেছিলেন। কিন্তু মঙ্গলবার জরুরি ভিত্তিতে হাসপাতালে ভর্তি হন কোলন ইনফেকশন নিয়ে। মাকে না দেখার আক্ষেপ হাসপাতালের বেডে শুয়েও করেছেন ইরফান।
২০১৮ সালের ফেব্রুয়ারি মাসে ইরফান খানের নিউরো অ্যান্ডোক্রিন টিউমারে আক্রান্ত হওয়ার খবর সামনে আসে। এরপর দীর্ঘ সময় লন্ডনে চিকিৎসা হয় এই অভিনেতার। গত বছর এপ্রিলে ভারতে ফেরেন তিনি।
কপিরাইট © 2017 Lokaloy24
Leave a Reply