সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের নেতৃত্বে আওয়ামী লীগের প্রতিনিধি দলটি রোববার ভারতে যায়।
সোমবার মোদীর সঙ্গে সাক্ষাৎ করতে তার বাড়িতে যান বাংলাদেশে ক্ষমতাসীন দলটির নেতারা। তাদের সঙ্গে আধা ঘণ্টা বৈঠক করেন ভারতের সরকার প্রধান।
বৈঠকে মোদীর সঙ্গে ছিলেন ভারতের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভাল, পররাষ্ট্র সচিব বিজয় গোখলে, যুগ্ম সচিব শ্রীপিয়া রঙ্গনাথন ও পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রবীশ কুমার।বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধের প্রসঙ্গ ধরে মোদী প্রতিনিধি দলকে বলেন, আর্থ সামাজিক উন্নয়নের ক্ষেত্রে বাংলাদেশ পাকিস্তান থেকে অনেক এগিয়ে গেছে।
রোহিঙ্গা সঙ্কট সমাধানে ভারত বাংলাদেশের অবস্থানকে সমর্থন করে আওয়ামী লীগ নেতাদের জানান মোদী।
তিস্তার পানি বণ্টন চুক্তির বিষয়ে নিজের চেষ্টারও কথাও বলেন তিনি।
Leave a Reply