সংবাদ শিরোনাম :
শুটিংয়ে অভিনেত্রীর মুখ কামড়ে দিল কুকুর!

শুটিংয়ে অভিনেত্রীর মুখ কামড়ে দিল কুকুর!

শুটিংয়ে অভিনেত্রীর মুখ কামড়ে দিল কুকুর!
শুটিংয়ে অভিনেত্রীর মুখ কামড়ে দিল কুকুর!

বিনোদন ডেস্কঃ কুকুরের সঙ্গে শুটিং করছিলেন অভিনেত্রী। শুটিং চলাকালীন কুকুরের কামড় খেয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন তিনি। মুম্বাইয়ের জনপ্রিয় টেলিভিশন অভিনেত্রী রীনা আগ্রওয়াল ‘ক্যেয়া হাল মিস্টার পঞ্চাল’র শুটিংয়ে এ কাণ্ড ঘটে।

বলা হয়েছে, শুটিংয়ের দৃশ্যটি ছিল কুকুরটার সঙ্গেই। শুট চলতে চলতে হঠাৎই কুকুরটা আক্রমণাত্মক হয়ে ওঠে এবং রীনার মুখে কামড় বসায়। গুরুতর জখম হন অভিনেত্রী। সঙ্গে সঙ্গে রক্তাক্ত অবস্থায় হাসপাতালে ভর্তি করতে হয় তাকে।

হাসপাতালে নেয়ার পর ওই অভিনেত্রীর মুখে একাধিক সেলাই দেয়া হয়েছে। ডাক্তাররা জানিয়েছেন, যেহেতু মুখে চোট পেয়েছেন আর স্টিচও রয়েছে, তাই তাকে কমপক্ষে এক মাসের জন্য বেডরেস্টে থাকতে হবে।

‘ক্যেয় হাল মিস্টার পঞ্চাল’ সিরিয়ালের ঘনিষ্ঠ সূত্র জানায়, শুটিংয়ের সময় কুকুরটি তার ঠিক ডান চোখের নিচে দাঁত বসিয়ে দেয়। কোকিলাবেন আম্বানি হাসপাতালে নিয়ে যাওয়ার পর তাকে প্রায় পাঁচটি ইনজেকশন দেয়া হয়।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published.

কপিরাইট © 2017 Lokaloy24
Desing & Developed BY ThemesBazar.Com