শুক্রবারের আজান প্রচার করবে নিউজিল্যান্ডের টিভি-বেতার

শুক্রবারের আজান প্রচার করবে নিউজিল্যান্ডের টিভি-বেতার

শুক্রবারের আজান প্রচার করবে নিউজিল্যান্ডের টিভি-বেতার
শুক্রবারের আজান প্রচার করবে নিউজিল্যান্ডের টিভি-বেতার

আন্তর্জাতিক ডেস্ক- ক্রাইস্টচার্চের আল নূর ও লিনউড মসজিদে শেতাঙ্গ সন্ত্রাসীর হামলায় নিহত ৫০ মুসল্লির স্মরণে নিউজিল্যান্ডে দুই মিনিটের নীরবতা পালন করা হবে আগামী শুক্রবার।

সন্ত্রাসী হামলায় নিহতদের প্রতি শ্রদ্ধা জানানোর অংশ হিসেবে এই দিন দেশটির সরকারি বেতার ও টেলিভিশনে জুমআর নামাজের আজানও সরাসরি সম্প্রচার করা হবে।

বুধবার ক্রাইস্টচার্চের একটি স্কুল পরিদর্শনে গিয়ে এমন ঘোষণা দিয়েছেন দেশটির প্রধানমন্ত্রী জেসিন্ডা আর্ডার্ন।

দেশটির ইংরেজি দৈনিক নিউজিল্যান্ড হেরাল্ড বলছে, স্বাভাবিকভাবে যে কোনো প্রাণঘাতী নৃশংসতার পর এক মিনিটের নীরবতা পালনের রেওয়াজ থাকলেও ক্রাইস্টচার্চ হামলার ভয়াবহতার কারণে এবার দুই মিনিটের নীরবতা পালন করা হবে।

এদিকে নামাজরত অবস্থায় মুসল্লিদের ওপর চালানো স্মরণকালের ইতিহাসের বর্বরোচিত হামলায় নিউজিল্যান্ডজুড়ে হিজাব পরে প্রতিবাদ জানানো হবে বলে ঘোষণা দিয়েছে নারীরা।

শান্তির দেশে নৃশংস এ হামলার প্রতিবাদে দেশটির সব ধর্মের মানুষ হিজাব পরে মুসলিমদের প্রতি সংহতি প্রকাশ করবে। ‘সম্প্রীতির জন্য হিজাব’ নামে এই কর্মসূচিটি আগামী ২২ মার্চ শুক্রবার পালন করা হবে।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published.

কপিরাইট © 2017 Lokaloy24
Desing & Developed BY ThemesBazar.Com