সংবাদ শিরোনাম :
১০ম গ্রেড বাস্তবায়নের দাবিতে হবিগঞ্জে কর্মবিরতি অস্তিত্ব সংকটে পড়েছে হবিগঞ্জের অধিকাংশ নদ নদী শায়েস্তাগঞ্জে মালবাহী ট্রেনের নিচে কাটা পড়ে যুবকের মৃত্যু শ্রীমঙ্গলে ১০ কেজি গাঁজাসহ সুজাতপুরের যুবক আটক নতুন আঙ্গিকে ও নতুন সময়ে একুশে সংবাদ সিলেটি শিক্ষার্থীদের ইংল্যান্ডে পড়তে যেতে হলে যা জানতে হবে ড্রোন ধ্বংস করল ইরান, নিরাপদে আছে ইসফাহানের পারমাণবিক স্থাপনা হাফিজা-দিদার ফাউন্ডেশনের উদ্যোগে দরিদ্র অসহায় লোকের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ নবীগঞ্জে তাহসিন হত্যার প্রধান আসামী মান্না গ্রেফতার পৈলারকান্দির ফেরেঙ্গীটিলা গ্রামে ১৪৪ ধারা অমান্য করে জায়গা দখলের পায়তারা
শিক্ষা প্রতিষ্ঠানের ম্যানেজিং কমিটি এবং প্রতিষ্ঠান প্রধান মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদফতরের সঙ্গে যোগসাজস করে জনবল কাঠামো ও এমপিও নীতিমালার শর্ত না মেনে শিক্ষক-কর্মচারীদের এমপিওভুক্ত করান। প্যাটার্ন বহির্ভূতভাবে নিয়োগ করা শিক্ষকদের এমপিও দেওয়ার ঘটনা প্রায়শই ঘটে। এমন অনিয়ম ধরা পড়েছে শিক্ষা মন্ত্রণালয়ের কাছে। এমপিও দুর্নীতিতে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার নির্দেশ

শিক্ষা প্রতিষ্ঠানের ম্যানেজিং কমিটি এবং প্রতিষ্ঠান প্রধান মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদফতরের সঙ্গে যোগসাজস করে জনবল কাঠামো ও এমপিও নীতিমালার শর্ত না মেনে শিক্ষক-কর্মচারীদের এমপিওভুক্ত করান। প্যাটার্ন বহির্ভূতভাবে নিয়োগ করা শিক্ষকদের এমপিও দেওয়ার ঘটনা প্রায়শই ঘটে। এমন অনিয়ম ধরা পড়েছে শিক্ষা মন্ত্রণালয়ের কাছে। এমপিও দুর্নীতিতে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার নির্দেশ

স্টাফ রিপোর্টার : জনবল কাঠামো ও এমপিও-নীতিমালাসহ সংশ্লিষ্ট অন্যান্য বিধিবিধান না মেনে প্যাটার্ন বহির্ভূত এবং অবৈধভাবে বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে নিয়োগ পাওয়া শিক্ষক-কর্মচারীদের এমপিও দিতে সুপারিশ করা কর্মকর্তাদের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নিতে নির্দেশ দিয়েছে শিক্ষা মন্ত্রণালয়। একই সঙ্গে যেসব কর্মকর্তা কর্মরত নেই তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়ারও নির্দেশ দেওয়া হয়েছে।
বুধবার (২৩ নভেম্বর) সংশ্লিষ্ট সূত্রে এ তথ্য জানা গেছে। সূত্র জানায়, শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগ ব্যবস্থা নিতে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদফতরের মহাপরিচলককে স¤প্রতি চিঠি দিয়েছে।
মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদফতরে খোঁজ-খবর নিয়ে জানা গেছে, দেশের বিভিন্ন বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের ম্যানেজিং কমিটি এবং প্রতিষ্ঠানপ্রধান মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদফতরের সঙ্গে যোগসাজস করে জনবল কাঠামো ও এমপিও নীতিমালার শর্ত না মেনে শিক্ষক-কর্মচারীদের এমপিওভুক্ত করান। প্যাটার্ন বহির্ভূতভাবে নিয়োগ করা শিক্ষকদের এমপিও দেওয়ার ঘটনা প্রায়শই ঘটে। এর সঙ্গে খোদ অধিদফতরের উপরিচালক (কলেজ-২) জড়িত বলেও বার বার অভিযোগ উঠেছে।
তবে এবার এই অনিয়ম ধরা পড়েছে শিক্ষা মন্ত্রণালয়ের কাছে। এই পরিস্থিতিতে শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগ গত ২১ নভেম্বর মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদফতরের মহাপরিচালককে চিঠি দেয়। ওই চিঠিতে অভিযুক্তদের কিরুদ্ধে বিভাগীয় মামলা ও আইনি ব্যবস্থা নিতে মহাপরিচালককে অনুরোধ জানানো হয়।
চিঠিতে আরও বলা হয়, জনবল কাঠামো এমপিও নীতিমালা ২০২১ এর ১১.৪ এবং ১১.৫ মোতাবেক বেসরকারি কলেজে এমপিওভুক্ত প্রভাষকদের মধ্যে যাদের এমপিওভুক্তির বয়স ১৬ বছর পূর্ণ হয়েছে, তাদের মধ্যে নিয়োগকালীন জনবল কাঠামোর প্যাটার্ন বহির্ভূত পদে, নিয়োগের শর্ত ব্যত্যয় ঘটিয়ে নিয়োগ করা এবং জনবল কাঠামোর ও অন্যান্য প্রাসঙ্গিক বিধি-বিধান প্রতিপালন না করা ব্যক্তিদের জ্যেষ্ঠ প্রভাষক/সহকারী অধ্যাপকের স্কেল প্রদান করা যাবে কিনা— এ বিষয়ে শিক্ষা মন্ত্রণালয়ের নির্দেশনা কামনা করে চিঠি পাঠানো হয়েছে।
এমতাবস্থায়, শিক্ষা প্রতিষ্ঠনগুলোতে শৃঙ্খলা বজায় রাখার স্বার্থে ‘জনবল কাঠামোর প্যাটার্ন বহির্ভূত পদে নিয়োগের শর্ত ব্যত্যয় করে নিয়োগ করা এবং জনবল কাঠামো ও প্রাসঙ্গিক বিধি-বিধান প্রতিপালন না করা ব্যক্তিদের এমপিও দেওয়ার সঙ্গে জড়িত কর্মরত ব্যক্তিদের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা গ্রহণ এবং চাকরি থেকে অবসর গ্রহণকারী ব্যক্তিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নিয়ে মন্ত্রণালয়কে অবহিত করতে নির্দেশ দেয় মন্ত্রণালয়।
অধিদফতর সূত্রে জানা গেছে, কাগজপত্রে ত্রæটি রেখে অঞ্চলিক অফিসের সঙ্গে যোগসাজশ করে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদফতর অবৈধ নিয়েগ পাওয়া শিক্ষক, জাল সনদ দিয়ে নিয়োগ পাওয়া শিক্ষক, প্যাটার্ন বহির্ভূত পদে নিয়োগ দেওয়া শিক্ষকদের এমপিও ছাড় করা হয়। এমপিও পাওয়া এসব শিক্ষকদের যখন টাইমস্কেলসহ উচ্চতর স্কেল পাওয়ার সময় হয়, তখন সমস্যা তৈরি হয়। এই পরিস্থিতিতে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদফতর থেকে শিক্ষক-কর্মচারীদের উচ্চতর স্কেল দেওয়ার অনুমতি চাওয়া হয়। শিক্ষা মন্ত্রণালয় অনুমতি দিলে এসব শিক্ষক-কর্মচারীদের এমপিওভুক্ত করা হয়। সেই সঙ্গে আর্থিক সুবিধাও নেওয়া হয় বলে অভিযোগ রয়েছে।
অপরদিকে, যেসব শিক্ষক বৈধভাবে টাইমস্কেলসহ উচ্চতর স্কেল পাওয়ার যোগ্য, তাদের ফাইল পড়ে থাকে বছরের পর বছর। আর্থিক সুবিধা না দিয়ে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদফতরে যোগাযোগ করা হলে— নেগিটিভভাবে ফাইল প্রস্তুত করে উচ্চতর স্কেলের জন্য মন্ত্রণালয়ের অনুমতি চাওয়া হয়। অনেক সময় ভুল তথ্যের কারণে মন্ত্রণলয় থেকে উচ্চতর স্কেল দেওয়ার বিষয়ে সম্মতি দেওয়া হয় না। ফলে বৈধভাবে নিয়োগ পাওয়া শিক্ষকরা তাদের প্রাপ্য থেকে বঞ্চিত হন।
বুধবার (২৩ নভেম্বর) মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদফতরের উপরিচালক (কলেজ-২) এনামুল হক হাওলাদার অভিযোগ অস্বীকার করে বলেন, ‘আঞ্চলিক পরিচালক আমার চেয়ে পদে বড় তারা সুপারিশ করেন। তাছাড়া অধিদফতেরর ঊর্ধ্বতন কর্মকর্তারা মিলে সিদ্ধান্ত নেওয়া হয়।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published.

কপিরাইট © 2017 Lokaloy24
Desing & Developed BY ThemesBazar.Com