স্টাফ রিপোর্টার ॥ শায়েস্তাগঞ্জ অপরাধীদের অভয়রাণ্যে পরিণত হয়েছে। মাদক ব্যবসার পাশাপাশি চুরি, ডাকাতি, ছিনতাই হচ্ছে। সিলেট বিভাগের ঐতিহ্যবাহী একমাত্র রেল জংশন শায়েস্তাগঞ্জ। প্রতিদিন এ স্টেশন থেকে বেশ কয়েকটি ট্রেন ঢাকা-চট্টগ্রামসহ বিভিন্ন জেলায় যাতায়াত করে। স্টেশনে থাকে কিছু ছিনতাই, পকেটমার ও ডাকাতদল। যাত্রীরা আসার সাথে সাথেই রাতের বেলা মোবাইল ফোন, চেইন, মানিব্যাহ নিয়ে সটকে পড়ে। বিষয়টি প্রশাসনের নজরে এলে গত দুই দিন ধরে র্যাব ও পুলিশ যৌথ অভিযান চালিয়ে প্রায় ২০ জনের মতো চুরি, ডাকাতি, ছিনতাই, পকেটমারসহ বিভিন্ন অপরাধীদেরকে আটক করে। এর মধ্যে উল্লেখ্যযোগ্য হলো, আন্তঃজেলা ডাকাত দলের সদস্য চুনারুঘাট উপজেলার কালিনগর গ্রামের মাহমুদ আলীর পুত্র রাসেল মিয়া (২৫), শ্রীমঙ্গল উপজেলার বিরামপুর গ্রামের মৃত আবুল কালামের পুত্র অয়ন মিয়া ওরফে সাদা মিয়া (২৩), চুনারুঘাট উপজেলার নরপতি গ্রামের আব্দুল মতিনের পুত্র সহিদ আহমদ (৩০), উলুকান্দি গ্রামের ইদ্রিছ আলীর পুত্র রুহুল আমিন (২২), শ্রীমঙ্গল উপজেলার পূর্ব বিরামপুর গ্রামের আলকিছ মিয়ার পুত্র সাগর মিয়া (২২), শায়েস্তাগঞ্জ উপজেলার চরনুর আহম্মদ গ্রামের মৃত আব্দুল খালেকের পুত্র হৃদয় মিয়া (২৩)। এ ছাড়াও দাউদনগর গ্রামের ফারুক মিয়া (৪০) ও বিলাল মিয়া (৩০) কে আটক করা হয়। তারা ৯ নভেম্বর শায়েস্তাগঞ্জ উপজেলার অলিপুরের মধ্যে শাহজীবাজার পুরান রাস্তার ওপর যানবাহন আটকিয়ে রাতের বেলা ডাকাতির প্রস্তুতি নিচ্ছিল। গোপন সংবাদের ভিত্তিতে র্যাব-৯ এর একটি দল অভিযান চালিয়ে তারা ৬ জনকে আটক করে। তাদের স্বীকারোক্তি মতে ফারুক ও বিলাল মিয়াকে আটক করা হয়। পুলিশ জানায়, তাদের বিরুদ্ধে বিভিন্ন থানায় একাধিক ডাকাতির মামলা রয়েছে। তাদেরকে ৭ দিনের রিমাণ্ডে আনতে আবেদন করা হচ্ছে। এদিকে র্যাবের ও পুলিশের অভিযানের কারণে সন্ধ্যা ৮টার পর থেকে শায়েস্তাগঞ্জ শহর নিরব হয়ে গেছে। অনেকেই ভয়ে ঘর থেকে বের হন না। এমনকি দোকানপাটও বন্ধ থাকে। সাধারণ মানুষের মাঝে আতংক বিরাজ করছে। গতকাল বৃহস্পতিবার আটক ৮ জনকে আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়।
Leave a Reply