লোকালয় ডেস্কঃ শায়েস্তাগঞ্জ উপজেলার সুরাবইয়ে ট্রেনে কাটাপড়া এক মহিলার লাশ উদ্ধার করেছে পুলিশ। গতকাল বুধবার সকাল ১১টায় নূরপুর ইউনিয়নের সুরাবই খাড়ামারা নামক স্থান থেকে পয়তাল্লিশোর্ধ্ব মহিলার লাশ উদ্বার করে শায়েস্তাগঞ্জ রেলওয়ে পুলিশ। হতভাগী মহিলাটির পরিচয় মেলেনি।
স্থানীয় সুত্রে জানা যায়, সকাল ১১টার দিকে রেলের কাটা লাশ দেখতে পেরে শায়েস্তাগঞ্জ রেলওয়ে পুলিশকে খবর দিলে ১২টার দিকে পুলিশ এসে লাশটি নিয়ে যায়।
পুলিশ জানায়, লাশ ময়নাতদন্তের জন্য হবিগঞ্জ সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
এ রিপোর্ট লেখা পর্যন্ত নিহতের পরিচয় মেলেনি। এ ঘটনায় রেলওয়ে থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে।
Leave a Reply