এ ঘটনায় নিহতের ছেলে আব্দুর রহিম ও তার স্ত্রী লাকিকে আটক করেছে পুলিশ।
নিহত সাবিরুন নেছা (৬৫) উপজেলার বিশিয়া কুড়িবাড়ি এলাকার হাবিবুর রহমানের স্ত্রী।
জয়দেবপুর থানার এসআই রফিকুল ইসলাম জানান, মঙ্গলবার রাত সাড়ে ১১টার দিকে ওই এলাকায় এ ঘটনা ঘটে।
রফিকুল বলেন, পারিবারিক নানা বিষয় নিয়ে সাবিরুনের সঙ্গে তার ছেলে ও পুত্রবধূর বিরোধ চলছিল। এর জেরে মঙ্গলবার রাতে একটি বটি দিয়ে শ্বাশুড়ির মাথায় কোপ দেন লাকি।
“গুরুতর অবস্থায় তাকে উদ্ধার করে গাজীপুরের শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে সেখানে কর্তব্যরত চিকিৎসক সাবিরুনকে মৃত ঘোষণা করেন।”
এসআই বলেন, ঘটনার পর স্থানীয়রা লাকি ও আব্দুর রহিমকে আটক করে পুলিশের কাছে হস্তান্তর করে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে লাকি হত্যার কথা স্বীকার করেছেন।
লাশ ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে রাখা হয়েছে।
Leave a Reply