লোকালয় ডেস্কঃ নাম তার ব্রেন্ডা বারাত্তিনি। বয়স ২৬ বছর। ৪০ বছর বয়সী তার প্রেমিকের নাম সার্জিও ফার্নান্দেজ। বন্ধুর সঙ্গে নিজেদের শারীরিক সম্পর্কের টেপ শেয়ার করার কারণে প্রেমিকের পুরুষাঙ্গ কর্তন করেছেন ওই তরুণী। তার পুরুষাঙ্গের শতকরা ৯০ ভাগই কর্তন করে দিয়েছেন বারাত্তিনি। গত নভেম্বরের আজেন্টিনার কর্ডোবাতে এ ঘটনাটি ঘটেছে। কিন্তু বিলম্বে তা এখন গণমাধ্যমে এসেছে।
গণমাধ্যমের খবর অনুযায়ী, নভেম্বরের এক রাতে ফার্নান্দেজ যখন গভীর ঘুমে আচ্ছন্ন তখনই তার ওপর হামলা চালান বারাত্তিনি। এতে তাদের পুরো ঘর রক্তে সয়লাব হয়ে যায়। এমন হামলার কারণে তাকে কাাগারে রাখা হয়েছে। সেখান থেকেই প্রথম সাক্ষাতকার দিয়েছেন তিনি। এতে খুলে বলেছেন, কেন তিনি ফার্নান্দেজের পুরুষাঙ্গ কর্তন করেছেন।
তিনি বলেছেন, আমি তার ওই অঙ্গটি পুরোপুরি কাটি নি। তাকে আমি শুধু আহত করেছি। আমি সাহায্য চাওয়ার চেষ্টা করেছি। তার কাছে আমি কিছুই চাই নি। কিন্তু ঘরভরে রক্ত দেখে ভয় পেয়ে গিয়েছিলাম। সে আমার অনুভূতিতে আঘাত করেছে। আমাদের অন্তরঙ্গ দৃশ্যের ভিডিও তার বন্ধুদের শেয়ার করেছে। এ জন্যই আমি এটা করেছি।
ওদিকে ফার্নান্দেজের আইনজীবী ফেলিপে ট্রুকো বলেছেন, তার মক্কেলের ক্ষত এখনও ভাল হয় নি। আরও সার্জারি করাতে হবে তার। তাকে যখন হাসপাতালে নেওয়া হয়েছিল তখন তার শরীরে রক্ত ছিল না বললেই চলে। পরে কর্তিত অঙ্গ তার শরীরের সঙ্গে জোড়া দিয়েছেন চিকিৎসকরা। তবে তা তারা কোথায় পেয়েছেন তা নিয়ে প্রশ্ন রয়েছে। বারাত্তিনি পেশায় একজন আর্কিটেক্ট।
Leave a Reply