স্টাফ রিপোর্টার ॥ অল্পের জন্য শহরের মাছুলিয়া এলাকার ডায়াবেটিকস হাসপাতাল ভয়াবহ অগ্নিকাণ্ড থেকে রক্ষা পেলো। গতকাল বুধবার বেলা ১১টার দিকে ওই হাসপাতালের পাশে বনের স্তুপে আগুন ধরে যায়। দাউ দাউ করে আগুন জ¦লে উঠলে স্থানীয়রা দমকল বাহিনীকে খবর দেয়। এদিকে চিকিৎসা নিতে আসা রোগীরা ভয়ে ছুটাছুটি করতে থাকেন। দমকল বাহিনী ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণ করে। স্থানীয়রা জানান, অল্পের জন্য হাসপাতালের কিছু অংশ আগুন থেকে রক্ষা পেয়েছে। তবে ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি। ধারণা করা হচ্ছে একদল দুর্বৃত্ত বনের খড়ে আগুন দিয়েছে।
Leave a Reply