স্টাফ রিপোর্টার : শহরে প্রতারণা মামলায় শিক্ষিকা ও তার স্বামীকে ১ বছর করে কারাদন্ড, ৫ হাজার অর্থদন্ড ও অনাদায়ে আরো ১৫ দিনের বিনাশ্রম কারাদন্ড সহ ৩ জনকে বিভিন্ন মেয়াদে কারাদন্ড প্রদান করেছেন আদালত। গতকাল সোমবার দুপুরে হবিগঞ্জ সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত (১) এর বিচারক মোহাম্মদ জাকির হোসাইন এ রায় প্রদান করেন। দন্ডপ্রাপ্ত আসামীরা হলেন, চুনারুঘাট উপজেলার উত্তর রানী গাও এলাকার বাহাউদ্দিন চৌধুরীর ছেলে হাবিবুর রহমান চৌধুরী ওরফে হাবিব চৌধুরী (৩৮), তার স্ত্রী সদর উপজেলার রিচি উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষিকা মুসলিমা আক্তার পলি (৩০) ও চুনারুঘাট উপজেলার পাছারগাও গ্রামের মৃত তোফাজ্জল হোসেনের ছেলে মিজানুর রহমান ওরফে লাল মিয়া (৫২)। জানা যায়, ২০১৯ সালের ২৩ ডিসেম্বর শহরতলীর বড় বহুলা গ্রামের মৃত গোলাম রেজা চৌধুরী ছেলে মোঃ সাজ্জাদুর রহমান চৌধুরী বাদি হয়ে হাবিবুর রহমান চৌধুরী ওরফে হাবিব চৌধুরী, তার স্ত্রী শিক্ষিকা মুসলিমা আক্তার পলি (৩০) ও মিজানুর রহমান ওরফে লাল মিয়াকে আসামী করে হবিগঞ্জ সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে ৪ লাখ টাকা আত্মসাতের অভিযোগ এনে একটি প্রতারণা মামলা দায়ের করেন। যার মামলা নং-সি.আর ৯০৭/১৯ইং। ওই মামলায় গতকাল দুপুরে আদালতে বিচারকার্জ শুরু হলে বাদি ও আসামীরা উপস্থিত হন। এতে দীর্ঘ শুনানী শেষে স্বাক্ষী প্রমাণের ভিত্তিতে হাবিবুর রহমান চৌধুরী ওরফে হাবিব চৌধুরীকে ১ বছরের কারাদন্ড , ৫ হাজার টাকা অর্থদন্ড ও অনাদায়ে আরো ১৫ দিনের বিনাশ্রম কারাদন্ড এবং তার স্ত্রী মুসলিমা আক্তার পলিকে ১ বছরের কারাদন্ড, ৫ হাজার অর্থদন্ড ও অনাদায়ে ১৫ দিনের কারাদন্ড প্রদান করেন আদালত। একই মামলায় মিজানুর রহমান ওরফে লাল মিয়াকে ৬ মাসের কারাদন্ড, ২ হাজার টাকা অর্থদন্ড অনাদায়ে আরো ১৫ দিনের বিনাশ্রমক কারাদন্ড প্রদান করে রায় দেন আদালত। তবে রায়ের পর আসামীরা জামিন প্রার্থনা করলে আদালত মুসলিমা আক্তার পলি ও মিজানুর রহমান ওরফে লাল মিয়ার জামিন মঞ্জুর করে অপর আসামী হাবিবুর রহমান ওরফে হাবিব চৌধুরীকে কারাগারে প্রেরনের নির্দেশ দেন আদালত। এ ব্যাপারে মামলার বাদি সাজাদ্দুর রহমান চৌধুরী জানান, আসামীরা তার কাছ থেকে প্রতারণা মুলক ভাবে ৪ লাখ টাকা হাতিয়ে নেয়। এতে তিনি মামলা দায়ের করলে আসামীরা তাকে বিভিন্ন ভাবে হুমকি-ধামকি ও মামলা দিয়ে হয়রানী করে আসছিল।
Leave a Reply