সংবাদ শিরোনাম :
শতভাগ স্বচ্ছতায় শিক্ষক নিয়োগ করা হবে: শিক্ষামন্ত্রী

শতভাগ স্বচ্ছতায় শিক্ষক নিয়োগ করা হবে: শিক্ষামন্ত্রী

শতভাগ স্বচ্ছতায় শিক্ষক নিয়োগ করা হবে: শিক্ষামন্ত্রী
শতভাগ স্বচ্ছতায় শিক্ষক নিয়োগ করা হবে: শিক্ষামন্ত্রী

লোকালয় ডেস্কঃ শতভাগ স্বচ্ছতার মধ্য দিয়ে সারাদেশে শিক্ষক নিয়োগ করার কথা জানিয়েছেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি। তিনি বলেন, ‘আমি বিশ্বাস করি, বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার নেতৃত্বে সব কাজ স্বচ্ছতার ভিত্তিতে হয়। কাজেই শিক্ষক নিয়োগের বিষয়টিও সম্পূর্ণ স্বচ্ছতার ভিত্তিতে হবে।’ শুক্রবার (১৮ জানুয়ারি) চাঁদপুরের হাইমচর সরকারি বালক উচ্চ বিদ্যালয়ের ৫০ বছর পূর্তি উদযাপন উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

শিক্ষামন্ত্রী আরও বলেন, ‘গত ১০ বছরে আমাদের শিক্ষাখাতে যুগান্তকারী পরিবর্তন সূচিত হয়েছে। শিক্ষাখাতে বেশ কিছু অসামান্য অর্জন রয়েছে। এর পরেও এত বড় দেশ, এত মানুষ, এত শিক্ষার্থী এবং এত বিদ্যাপীঠের মধ্যে কোথাও কোথাও কিছু সমস্যা রয়ে গেছে। এগুলো সমাধানের কাজ চলছে। আমাদের সরকারের পক্ষ থেকে সেসব সমাধানের কাজ এগিয়ে নিয়ে যাওয়া হবে।’

আগামীতে যাতে দেশের কোথাও কোনও শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষক স্বল্পতা না থাকে সে বিষয়ে সরকার কাজ করছে বলেও উল্লে­খ করেন দীপু মনি।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিদ্যালয়ের সাবেক ছাত্র ময়মনসিংহ রেঞ্জের ডিআইজি নিবাস চন্দ্র মাঝি, হাইমচর উপজেলা পরিষদ চেয়ারম্যান নূর হোসেন পাটওয়ারী, সাবেক ছাত্র সুনিল কৃষ্ণ মাঝি, চাঁদপুরের অতিরিক্ত জেলা প্রশাসক মঈনুল হোসেন, অতিরিক্ত পুলিশ সুপার মিজানুর রহমান প্রমুখ।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published.

কপিরাইট © 2017 Lokaloy24
Desing & Developed BY ThemesBazar.Com