লাখাইয়ে অভিযান চালিয়ে উপজেলার শালদিঘা গ্রাম থেকে রাসেল মিয়া নামে এক নিয়মিত মামলার আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ। মঙ্গলবার বিষয়টি নিশ্চিত করেছে লাখাই থানা পুলিশ।
জানা যায়, সোমবার (১০ অক্টোবর) দিবাগত রাতে অভিযান চালিয়ে লাখাই উপজেলাধীন শালদিঘা গ্রামে এএসআই সুমন চন্দ্র রায় সঙ্গীয় পুলিশ ফোর্সসহ অভিযান চালিয়ে আন্নর আলীর পুত্র রাসেল মিয়াকে তার বাড়ি থেকে গ্রেপ্তার করেন।
গ্রেপ্তারকৃত আসামিকে মঙ্গলবার হবিগঞ্জ জেলা সদরে সংশ্লিষ্ট আদালতে সোপর্দ করা হয়েছে বলে জানিয়েছেন লাখাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ নুনু মিয়া।
Leave a Reply