লাখাই কালাউক সড়ক বাজারে একটি দোকান ঘর আগুনে পুড়ে ছাই হয়ে গেছে । এতে ক্ষয়ক্ষতি হয়েছে প্রায় লক্ষাধিক টাকার মালামাল। জানা যায় লাখাই উপজেলা কালাউক সড়ক বাজারে ভাদিকারা গ্রামের মৃত মহরম আলীর ছেলে আলীমুল দীর্ঘদিন যাবত মনোহারি ব্যবসা করে আসছিলেন। সোমবার (১৪ নভেম্বর) দিবাগত অনুমান ৩টার সময় ঐ দোকানে আগুন লাগে। আগুনের লেলিহান শিখা দেখে ভাদিকারা ইসলামিয়া মাদ্রাসার ছাত্ররা এসে আগুন নিভানোর চেষ্টা করে আগুন নিয়ন্ত্রনে আনে। দোকানে আগুনের সংবাদ পেয়ে হবিগঞ্জ ফায়ার সার্ভিসের একটি দল রাত সাড়ে তিনটায় আসে। ফায়ার সার্ভিসের দল আসার আগেই আগুন নিয়ন্ত্রনে আনে মাদ্রাসার ছাত্ররা। তবে আগুন লাগার উৎস কোথায় থেকে তা জানাতে পারেনি ফায়ার সার্ভিস । দোকানের মালামাল আগুনে পুড়ে ছাই হয়েছে সংবাদ পেয়ে দোকানের মালিক আলীমুল জ্ঞান হারিয়ে ফেললে তাকে তাৎক্ষনিক বামৈ উপজেলা স্বাাস্থ্য কেন্দ্রে নিয়ে যাওয়া হয়।
Leave a Reply