লোকালয় নিউজ : জিয়া অরফানেজ ট্রাস্ট মামলায় বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার রায়ের খবর সংগ্রহ করতে পুরান ঢাকার বকশীবাজারের বিভিন্ন প্রান্তে সকাল থেকেই হাজির গণমাধ্যমকর্মীরা। তাদের কেউ মুঠোফোনে কথা বলছেন, কেউ লাইভ দিচ্ছেন, কেউবা আবার কথা বলছেন সহকর্মীদের সঙ্গে। এই ব্যস্ততার মধ্যেই চোখ পড়ল তৃতীয় লিঙ্গের একজন মানুষের দিকে। নাম তার কাজলী। এসেছেন রাজধানীর উপকণ্ঠ আশুলিয়া থেকে। কথা বলে জানা গেল, বিএনপির চেয়ারপারসনের মনোবল শক্ত রাখতেই ছুটে এসেছেন তিনি। রেখেছেন রোজাও।
কাজলীর দাবি, শুধু তিনি নন, তার মতো চার শতাধিক হিজড়া বৃহস্পতিবার রোজা রেখেছেন। পড়েছেন নামাজও।
গুরুজি রাশিদার নেতৃত্বে আমরা ৬৫৮ জন হিজড়া আশুলিয়ায় থাকি। তার মধ্যে ৪০০ জন রোজা রেখেছি। আমি রাতে তাহাজ্জুদের নামাজ পড়েছি বলেন কাজলী।
কী কারণে রোজা রেখেছেন জানতে চাইলে কাজলী বলেন, ‘খালেদা জিয়ার মিথ্যা মামলায় যদি সাজা হয়, তাহলে যেন তার মনোবল শক্ত থাকে, এ জন্য।’
এর কিছুক্ষণ পর কাজলী উচ্চ স্বরে বলতে থাকেন, ‘আমরা নেত্রীর সুবিচার চাই। তিনি তিনবারের প্রধানমন্ত্রী। তিনি ফুলের মালা গলায় দিয়ে আদালত থেকে বের হবেন।’
ওই সময় পাশে দাঁড়ানো এক পুলিশ সদস্য মুচকি হাসতে থাকেন। তবে সকাল থেকে এখানে থাকলেও কাজলীকে সরানোর চেষ্টা করেনি পুলিশ।
কপিরাইট © 2017 Lokaloy24
Leave a Reply