লোকালয় ডেস্কঃ রাজশাহী নগরে বাসের ধাক্কায় মোটরসাইকেল থেকে ছিটকে পড়ে এক মসজিদের ইমাম নিহত হয়েছেন। নিহতের নাম মিজানুর রহমান (৫৫)।
জানা যায়, সন্ধ্যায় মিজানুর ওই এলাকায় মোটরসাইকেলে করে রাস্তা পার হচ্ছিলেন। এ সময় পেছন দিক থেকে চাঁপাইনবাবগঞ্জ থেকে ছেড়ে আসা একটি বাস ওই মোটরসাইকেলকে ধাক্কা দেয়। এতে রাস্তায় ছিটকে পড়ে তিনি নিহত হন। এ ঘটনায় বাসচালককে গ্রেফতার করেছে পুলিশ।
নগরের কাশিয়াডাঙ্গা থানার ওসি এসএম মাসুদ পারভেজ বলেন, এ ঘটনায় নিহত মিজানুরের স্ত্রী রাতেই মামলা করেছেন।
কপিরাইট © 2017 Lokaloy24
Leave a Reply