রাজনীতি করতে হলে আসুন রাজপথ মোকাবিলা করুন, তারেককে ওবায়দুল কাদের

রাজনীতি করতে হলে আসুন রাজপথ মোকাবিলা করুন, তারেককে ওবায়দুল কাদের

রাজনীতি করতে হলে আসুন রাজপথ মোকাবিলা করুন, তারেককে ওবায়দুল কাদের
রাজনীতি করতে হলে আসুন রাজপথ মোকাবিলা করুন, তারেককে ওবায়দুল কাদের

লোকালয় ডেস্কঃ তারেক রহমান রাজনীতি করতে চাইলে তাকে দেশে এসে রাজপথ মোকাবিলা করার আহ্বান জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। তিনি বলেন, তারেক রহমানকে দেশে আনার কথা বলা হচ্ছে। প্রশ্ন হচ্ছে, তারেক রহমানের সাহস আছে কিনা। রাজনীতি যখন করেন, তখন বিদেশে বসে দেশের রাজনীতির অঙ্গনে শব্দবোমা ফাটাচ্ছেন কেন? আসুন, রাজপথে মোকাবিলা করুন। যে রাজনীতিতে জেলে যাওয়ার সাহস নেই, সেই রাজনীতি কোনও দিন সফল হবে না। রাজনীতি করলে জেল-জুলুম সহ্য করতে হবে।’
শুক্রবার (২০ এপ্রিল) দুপুরে রাজধানীর রমনায় ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে আওয়ামী লীগের প্রচার উপকমিটির উদ্যোগে ‘দেশরত্ন, জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ এখন উন্নয়নশীল দেশ’ শীর্ষক এক সেমিনারে সাংবাদিকদের প্রশ্নের জবাবে ওবায়দুল কাদের এসব কথা বলেন।
তারেক রহমানকে দেশে ফিরিয়ে আনার প্রসঙ্গে অনুষ্ঠানে ওবায়দুল কাদের বলেন, ‘নির্বাচনের আগে তারেক রহমানকে কে ফিরিয়ে আনবে? আমরা? আমরা ফিরিয়ে আনলে তো সেটা বিদেশে পালিয়ে থাকা দণ্ডিত আসামিকে আইনিভাবে দেশে ফিরিয়ে আনা হবে। এ বিষয়ে আদালতের নির্দেশ আছে। সে ক্ষেত্রে কোনও সমীকরণের বিষয় নেই।’
নির্বাচনকালীন সহায়ক সরকার গঠন নিয়ে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের বক্তব্যের জবাবে আওয়ামী লীগের এই সাধারণ সম্পাদক বলেন, ‘সবাইকে ঐক্যবদ্ধ করার এই দায়িত্বটা ফখরুল সাহেব নিজেও নিতে পারেন। কিন্তু তারা (বিএনপি) নিজেরাই তো ঠিক নেই। তারা কখনও বলে সহায়ক সরকারের কথা, কখনও তত্ত্বাবধায়ক সরকারের কথা। আমরা কোনটা গ্রহণ করবো?’
নির্বাচনের আগে আর সংবিধানের বাইরে যাওয়ার কোনও সুযোগ নেই জানিয়ে ওবায়দুল কাদের বলেন, ‘পরিষ্কার বলে দিচ্ছি, আর পাঁচ-ছয় মাস পরে নির্বাচনের তফসিল। নির্বাচনের আগে এখন আর সংবিধানের বাইরে যাওয়া কোনও সুযোগ নেই। অন্যান্য দেশে যেভাবে নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে, ঠিক সেভাবেই আমাদের নির্বাচনও অনুষ্ঠিত হবে। এর বাইরে যেতে চাইলে চিৎকার করে বলতে পারেন, আন্দোলন করে আদায় করবেন। এই কথা তো শুনেছি ৯ বছর আগে থেকে। ৯ বছরে ৯ মিনিটও তো রাজপথে দাঁড়াতে পারেননি।’
প্রচার ও প্রকাশনা উপ-পরিষদের চেয়ারম্যান এইচটি ইমামের সভাপতিত্বে সেমিনারে আরও উপস্থিত ছিলেন আওয়ামী লীগের প্রচার সম্পাদক হাছান মাহমুদ, বাংলাদেশ ব্যাংকের সাবেক গভর্নর ফরাস উদ্দিন, জাতীয় প্রেস ক্লাবের সভাপতি শফিকুর রহমান প্রমুখ। সেমিনার সঞ্চলনা করেন আওয়ামী লীগের উপ-প্রচার সম্পাদক আমিনুল ইসলাম ও মূল প্রবন্ধ উপস্থাপন করে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের চেয়ারম্যান শফিক উজ জামান।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published.

কপিরাইট © 2017 Lokaloy24
Desing & Developed BY ThemesBazar.Com