লোকালয় ডেস্ক :
রংপুরের বদরগঞ্জে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে গাছের সঙ্গে ধাক্কা লেগে সিরাজুল ইসলাম (১৬) নামে এক কিশোর নিহত হয়েছে। এ ঘটনায় দুই মোটরসাইকেল আরোহী আহত হয়েছেন। বুধবার দুপুরে উপজেলার রামনাথপুর ইউপির টেক্সেরহাট পেট্রোল পাম্প সংলগ্ন এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত সিরাজুল রামনাথপুর ইউনিয়েনের মোল্লাপাড়া এলাকার আ. খালেকের ছেলে। আহতরা হলেন- রামনাথপুর সরদার পাড়ার রিয়াজুল ইসলামের ছেলে মো. রোকন (১৮) ও সরকার পাড়ার মোজাম্মেল হকের ছেলে মিলন মিয়া (১৮)। তাদের রংপুর মেডিকেল কলেজ (রমেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে।
প্রত্যক্ষদর্শীরা জানান, তিন বন্ধু টেক্সেরহাট থেকে বদরগঞ্জ আসার পথে তাদের বহনকারী মোটরসাইকেলটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে গাছের সঙ্গে ধাক্কা লাগে। এতে ঘটনাস্থলেই সিরাজুলের মৃত্যু হয়। এ ঘটনায় তার দুই বন্ধু মিলন ও রোকন গুরতর আহত হয়।
এ বিষয়ে কারো কোনো অভিযোগ না থাকায় পরিবারের কাছে মরদেহ হস্তান্তর করা হয়েছে বলে জানান
লোকালয় সংবাদ/ ৩১ জানুয়ারি ২০১৮/ একে কাওসার
Leave a Reply